যশোরে পুলিশ ও মাদকদ্রব্য কর্তৃক পৃথক অভিযান মাদকদ্রব্য উদ্ধার ॥ গ্রেফতার-১০

0
462

বিশেষ প্রতিনিধি : কোতয়ালি থানা,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ জেলা কার্যালয়,জেলা গোয়েন্দা শাখা পৃথক অভিযন চালিয়ে হেরোই,গাঁজা ও ইয়াবা উদ্ধার করেছে। এ সময় ১০জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে, যশোরে চৌগাছা উপজেলার ফুলসারা গ্রামের মৃত আব্দুল হকের ছেলে আশরাফুল আলম,শহরের চাঁচড়া রায়পাড়া কয়লাপট্টির সেকেন্দার খাঁর স্ত্রী সাহিদা বেগম, বেজপাড়া মাদ্রাসা গলি নুরানী মাদ্রাসার সামনে মৃত গুল্লো মিয়ার ছেলে ছনু মিয়া,পূর্ববারান্দীপাড়া কলোনীর আলমগীর মুন্সীর স্ত্রী মোছাঃ মনোয়ারা বেগম,পূর্ব বারান্দীপাড়া ২নং কলোনীর মৃত আবুল হোসেন মিয়ার ছেলে তরিকুল ইসলাম,পূর্ব বারান্দীপাড়া আদম আলীর ছেলে সজল,পূর্ব বারান্দীপাড়া কাঠালতলার আবুল হোসেনের ছেলে আতাউর রহমান ওরফে শিপলু,বারান্দীপাড়া কাঠালতলার সিরাজুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম ,কৃষ্ণবাটি গ্রামের তৈয়ব আলীর স্ত্রী হেরা বেগম ও বেনাপোল পোর্ট থানার অন্তর্গত ভবের বেড় কলুপাড়ার মৃত হোসেন আলীর ছেলে রবিউল ইসলাম ওরফে কালু। কোতয়ালি থানার এসআই মোহাম্মদ নাজমুল হোসেন,২২ ফেব্রুয়ারী সকাল সোয়া ১০ টায় হিরা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজা ও একটি হাত বোমাসহ গ্রেফতার করে। এ সময় তার স্বামী মৃত তাহের আলীর ছেলে তৈয়ব আলী পালিয়ে যায়।,এস আই তারিকুল ইসলাম দুপুর পৌনে ১ টায় বারান্দীপাড়া কাঠালতলার মোড়ের শরিফুল ইসলামকে ৫০ গ্রাম গাঁজা,এসআই আমির হোসেন মঙ্গলবার রাত সাড়ে ৮ টার পর সজলকে ১শ’ গ্রাম হেরোইন,এসআই অরুন কুমার দাস রাত আনুমানিক ৯ টার সময় আতাউর রহমান শিপলুকে ২০পিস ইয়াবা,জেলা গোয়েন্দা শাখা ডিবি রাত সোয়া ১১ টার সময় আশরাফু আলমকে ১শ’ গ্রাম গাঁজা,এসআই মোল্যা মিরাজ মোসাদ্দেক সোমবার রাত সাড়ে ১০ টায় সাহিদা বেগমকে ৫০ গ্রাম গাঁজা,কোতয়ালি থানা পুলিশ ২২ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০ টায় ছনু মিয়াকে ২০ গ্রাম গাঁজা,এসআই তারেক মোহাম্মদ নাহিয়ান মঙ্গলবার রাত ৯ টায় মনোয়ারা বেগমকে ১শ’ গ্রাম গাঁজা ও এসআই হাসানুর রহমান মঙ্গলবার রাত সোয়া ৯ টায় তরিকুল ইসলামকে ১শ’ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে,জেলা গোয়েন্দা শাখা ডিবি’র সদস্যরা বুধবার সকাল পৌনে ৭ টায় রবিউল ইসলাম কালুকে মাদকসহ গ্রেফতার করে।অপর দিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ জেলা কার্যালয়ের সদস্যরা শহরের রেলগেট পশ্চিম পাড়ার শহিদুল ইসলামের স্ত্রী জোসনা বেগমের বাড়ি হতে ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। জোসনা পালিয়ে যায়। এ ব্যাপারে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here