যশোরে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন জেলা কার্যালয়ের হাতে গুলি ফেনসিডিল ও ইয়াবাসহ গ্রেফতার ১০

0
446

বিশেষ প্রতিনিধি :কোতয়ালি মডেল থানা,উপশহর পুলিশ ক্যাম্প,জেলা গোয়েন্দা শাখা ডিবি ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ক সার্কেলের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে ৫ রাউন্ড গুলি,ইয়াবা,ফেনসিডিল উদ্ধার দেখিয়েছে। এ সময় দুই নারীসহ ১২জনকে মাদক বহনের অভিযোগে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার করেছে ১০জনকে । গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর শহরের ষষ্টিতলা বিপি রোডের হাফিজুর রহমান ওরফে মরা (বন্দুক যুদ্ধে নিহত) এর স্ত্রী রেখা বেগম, একই এলাকার মফিজুর রহমানের স্ত্রী রিতা বেগম,শার্শা উপজেলার মৃত মওলা বক্সের ছেলে জামাল হোসেন,যশোর সদর উপজেলার পাগলাদাহ মাঠপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে সোহেল সরকার, সোহাগ সরকার,চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দামুড়হুদা (দশমীপাড়া) বর্তমানে যশোর শহরের পুরাতন কসবা লিচু বাগান মলির বাড়ির ভাড়াটিয়া মিন্টু শেখের ছেলে রেজাউল করিম, শহরের পুরাতন কসবা ঢাকা রোডের পিরু শেখের ছেলে মামুন,সদর উপজেলার চুড়ামনকাটি দোগাছিয়া গ্রামের মোহাম্মদ আলী ওরফে নুরু শেখের ছেলে আল আমিন,সদর উপজেলার শেখহাটি মসজিদ মোড় আব্দুল মাজেদের বাড়ির ভাড়াটিয়া মজিবর রহমানের ছেলে কামাল হোসেন ও একই বাড়ির ভাড়াটিয়া শহিদুল ইসলামের ছেলে সাগর হোসেন।
কোতয়ালি মডেল থানার এসআই আমিনুর রহমান জানান,রোববার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে শহরের ঢাকা ব্রীজের পূর্ব পাশে সরকারী কলেজের গেটের সামনে থেকে কামাল হোসেনকে ৫৩পিস ও সাগর হোসেনকে ২৭ পিস ইয়াবা,উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা রোববার রাত সাড়ে ১০ টায় সদর উপজেলার বিরামপুর গ্রামের শাহিনুর রহমান মনির বাড়ির সামনে থেকে সোহাগ সরকারকে ২০পিস ইযাবাসহ গ্রেফতার করে। এসময় তার সহযোগী শার্শা উপজেলার পাঁচ ভূলট গ্রামের ইমানুরের ছেলে রমজান পালিয়ে যায়। জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ সোমবার দুপুর ১২টার পর পুরাতন কসবা মলির বাড়ি হতে রেজাউল করিমকে ৮পিস,মামুনকে ৭পিস ও আল আমিনকে ৩পিস ইয়াবা,কোতয়ালি মডেল থানার এসআই হাসানুর রহমান রোববার দিবাগত গভীর রাত দেড়টায় শহরের মুজিব সড়ক মোড়স্থ পঙ্গু হাসপাতালের সামনে থেকে জামাল হোসেনকে ৫ রাউন্ড গুলি ও ২৫ বোতল ফেনসিডিল , উপশহর পুলিশ ক্যাম্পের একটি টিম রোববার রাত সাড়ে ৯ টায় বিরামপুর শিলারায় স্কুলের সামনে থেকে সোহেল সরকারকে ৫২পিস ইয়াবাসহ গ্রেফতার করে। এ সময় তার সহযোগী বিরামপুর কালীতলার আব্দুল জলিল ড্রাইভারের ছেলে হাঁস লিটন পালিয়ে যায়। এছাড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় ক সার্কেলের সদস্যরা সোমবার দুপুর সাড়ে ১২ টায় শহরের বিপি রোডস্থ ষষ্টিতলা পাড়া এলাকায় অভিযান চালিয়ে হাফিজুর ইসলাম মরার স্ত্রী রেখা বেগমকে ১০পিস ও রিতা বেগমকে ১০পিস ইয়াবাসহ গ্রেফতার করে। এ ঘটনায় মাদক আইনে আলাদা মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here