যশোর বিআরটিএ কার্যালয়ে চলতি অর্থবছরে ২৬ কোটি ৮২লাখ ৫৩ হাজার রাজস্ব আদায় হয়েছে

0
545

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি যশোর নড়াইল জেলার যশোর সার্কেলের অধীনে গত অর্থ বছরে ২৬ কোটি ৮২লাখ ৫২ হাজার ৯শ’ ৪৯ টাকা রাজস্ব আদায় হয়েছে। রেজিষ্ট্রেশন ও মালিকানা বদলী, রুট পারমিটসহ বিবিধ খাত থেকে এই অর্থ উপার্জন হয়েছে বলে যশোর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) কাজী মোঃ মোরছালীন জানিয়েছেন।
তিনি আরো জানান,গত অর্থ বছরের ১ জুলাই ২০১৭ ইং হতে গত ৩০ জুন ২০১৮ পর্যন্ত বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি যশোর সার্কেলের অধীনে যশোরে ২০ কোটি ৫২লাখ ৮৬ হাজার ২শ’ ৯৯ টাকা,নড়াইল জেলা থেকে ৬ কোটি ২৯ লাখ ৬৬ হাজার ৬শ’ ৫০ টাকা রাজস্ব আদায় হয়েছে। এর মধ্যে ১৪ হাজার ২শ’ ২২টি রেজিষ্ট্রেশন খাত থেকে ১০ কোটি ৭৬ লাখ ৮৫ হাজার ৩শ’ ৩৮ টাকা রাজস্ব আদায় হয়। এর মধ্যে যশোর জেলায় ১২ হাজার ৩শ’ ৫৮টি রেজিষ্ট্রেশন খাত থেকে ৯ কোটি ৫৬ লাখ ৭৭ হাজার ৬শ’ ২৯ টাকা ও নড়াইল জেলায় ১ হাজার ৮শ’ ৬৪টি রেজিষ্ট্রেশন খাত থেকে ১ কোটি ২০লাখ ৭ হাজার ৭শ’ ৯ টাকা, ১ হাজার ৬টি ফিটনেস ইস্যু থেকে ১৪ লাখ ৯৭ হাজার ৭শ’ ৩৫ টাকা, ৪ হাজার ৫শ’ ৩৫টি ফিটনেস নবায়ন করে ১ কোটি ৪৪ লাখ ৯ হাজার ৬শ’ ৪৩ টাকা, ৮শ’ ৭৩টি ডুপ্লিকেট ফিটনেস সনদ দিয়ে ১লাখ ৪৪ হাজার ৭শ’ টাকা,৮শ’ ৫২টি রুট পারমিট ইস্যু করে ৫১লাখ ৫৮ হাজার ৫শ’ ৫১ টাকা, ৪শ’ ৪৮টি রুট পারমিট নবায়ন করে ২৭লাখ ৪৭ হাজার ৪শ’ ৬৪ টাকা,২৩টি ডুপ্লিকেট রুট পারমিট ইস্যু করে ৭ হাজার ৭শ’ ৩৯ টাকা, ১০ হাজার ৫শ’ ৩২টি ট্যাক্স টোকেন ইস্যু করে ৩ কোটি ৫১লাখ ৫৯ হাজার ৭০ টাকা, ১৫ হাজার ২শ’ ৩২টি শিক্ষা নবীশ ড্রাইভিং লাইসেন্স ইস্যু করে ৫৯লাখ ৫১ হাজার ৩শ’ ৯২ টাকা ও ৬৪ হাজার ৯শ’ ১৩টি বিবিধ খাত থেকে রাজস্ব আদায় হয়েছে ৯ কোটি ২৩ লাখ ৮০ হাজার ১শ’ ৬৪ টাকা। বিআরটিএ যশোর সার্কেলে কর্মরত সহকারী পরিচালক কাজী মোঃ মোরছালীন এ প্রতিবেদককে বলেন, প্রতিবছর এই খাত থেকে সরকার কয়েক হাজার কোটি টাকা আদায় করছে। তবে এই দপ্তর চরম অবহেলিত। এই দপ্তরের জেলা পর্যায় নিজস্ব কোন ভবন নাই। জেলা প্রশাসকের দপ্তরের বাউন্ডারীর মধ্যে এই ভবনের অবস্থান।তাছাড়া,পরিবহন ব্যবস্থা নাজুক। পরিবহন সংকটের কারণে অনেক প্রয়োজনীয় কার্যক্রম চরমভাবে ব্যাহত হয়। জেলায় দূর্ঘটনাল খবর শুনে ঘটনাস্থলে যাওয়ার ক্ষেত্রে সরকারী কোন যানবাহনের ব্যবস্থা নেই। দূর্ঘটনার রিপোর্ট প্রস্তুত করতে ঘটনাস্থলে কর্মকর্তাদের যেতে হয়। নিজস্ব পরিবহন ব্যবস্থা থাকলে অতি সহজতর হয়। তাছাড়া,বর্তমানে যশোর সার্কেল অফিসের ভবন ছোট আকারে হওয়ায় জনসাধারণকে সেবা দিতে বাধার সম্মুখিত হতে হয়। অত্র অফিসে কর্মরতরা এই পরিস্থিতি থেকে উত্তরন চাই। এ ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here