যশোরে পৃথক ঘটনায় কিটনাশক পানে রহস্যজনক সহ দু’জন কৃষকের মৃত্যু

0
345

নিজস্ব প্রতিবেদক : যশোরে রহস্যজনক ও তুচ্ছ ঘটনায় কিটনাশক পান করে দুইজন কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি শনিবার সকালে ঘটে। নিহতরা হলেন মনিরামপুর উপজেলার ইনায়েতপুর গ্রামের উত্তর পাড়ার মোঃ আবুবক্কারের ছেলে আব্দুল হামিদ(৩২) এবং সদর উপজেলার সুলতানপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে ইউনুচ আলী (৩৫)।

হাসপাতালে স্হানিয় ইউপি সদস্য আব্দুর রাজ্জাক জানান, দুই সন্তানের জনক হামিদ একজন কৃষক ছিলেন। কিছুদিন যাবত সে মানষিক সমস্যায় ভুগছিলেন। গতকাল পিতা আবুবক্কার হামিদকে পারিবারিক কারনে, সামান্য বকাবকি করে। সেকারণে রাগ অভিমানে শনিবার সকালে তিনি কিটনাশক পান করে। স্হানিয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা স্বাস্হ কমপ্লেক্সে নেয়। অবস্হা অবনতির কারনে পরে সকাল সাড়ে ৮টার দিকে যশোর ২৫০শয্য জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে জরুরী বিভাগে ডাক্তার এম আব্দুর রশিদ তার মৃত্যু ঘোষনা করে বলেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

অপর দিকে নিহত ইউনুচ আলীর ভাই আনিসুর রহমান হাসপাতালে জানান, ইউনুচ আলী কৃষি কাজ করতেন৷ রহস্যজনক কারনে শনিবার সকালে সুলতানপুর এলাকার মাঠের মধ্যে কিটনাশক পান করে৷ স্থানিয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়৷ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় দুপুর পৌনে দুই টার দিকে ইন্টার্ণ চিকিৎসক তহিদুল ইসলাম তার মৃত্যু ঘোষনা করেন৷
হাসপাতালে দায়িত্বরত পুলিশের এস আই শহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিচ্চিত করে বলেন, থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here