যশোরে প্রতিমা বির্সজনের দিন হামলা ও ভাংচুরের ঘটনায় মামলা

0
402

বিশেষ প্রতিনিধি : শহরের লাল দিঘীর পাড়ে প্রতিমা বির্সজনের দিবাগত রাতে হামলা ভাংচুরসহ প্রাণ নাশের হুমকীসহ নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলার শাখার সাধারণ সম্পাদক বেজপাড়া শ্রীধর পুকুর পাড়ের বাসিন্দা যোগেশ চন্দ্র দত্ত বাদি হয়ে ৫ সন্ত্রাসীর নামসহ অজ্ঞাতনামা ১০/১৫ জনের বিরুদ্ধে মঙ্গলবার মামলাটি দায়ের করেছেন। মামলার আসামীরা হচ্ছে,শহরের রেলরোড চার খাম্বার মোড় মনোরঞ্জন বর্মনের ছেলে কল্লোল বর্মন,টিবি ক্লিনিক মোড়ের তুষার,বারান্দীপাড়া কদমতলার তপস সাহার ছেলে সুজিদ সাহা,রেলরোড চার খাম্বার মোড়ের শ্রী ছোট্টু,একই এলাকার মৃত নুনতে সিংহ রায়ের ছেলে অজয় সিংহ রায়সহ অজ্ঞাতমানা ১০/১৫জন।
যোগেশ চন্দ্র দত্ত তার দায়েরকৃত এজাহারে উল্লেখ করেছেন,আসামীরা শহরের চার খাম্বার মোড়ের পলাশ সংঘের সদস্য। ইতিপূর্বে আসামীরা যোগেশ চন্দ্র দত্তের কাছে চাঁদাদাবি করে আসছিল। গত ১৯ অক্টোবর রাতে শহরের লাল দিঘীর দক্ষিণ পূর্ব পাশে প্রতিমা বির্সজনের অনুষ্ঠান চলছিল। আসামীরা তারে প্রতিমা বির্সজনের জন্য ঘোষক সংগঠনের কোষাধ্যক্ষ মৃনাল কান্তি দে’ কাছে তাদের সকলে নাম ঘোষনা করতে বলেন। এক পর্যায় অজয় সিংহ রায় তার নাম ঘোষনা করতে বলে। প্রতিমা বির্সনের দিবাগত রাত ১১ টা ৫৫ মিনিটে আসামীরা ক্ষিপ্ত হয়ে ঘোষক মৃনাল কান্তি দে’র উপর আক্রমন করে। পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক যোগেশচন্দ্র দত্ত মৃনাল কান্তি দে’কে উদ্ধার করতে এলে তাকে মারপিটসহ পরনের পাঞ্জাবী ছিড়ে পকেটে থাকা নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। হামলাকারীরা চেয়ার টেবিল ভাংচুর করলে চিৎকালে আশপাশের লোকজন ও পুলিশ এগিয়ে আসলে সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যায়। যাওয়ার সময় যোগেশ চন্দ্র দত্ত ও মৃনাল কান্তি দে’কে প্রাণ নাশের হুমকী দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here