যশোর উপশহরে পুলিশ পরিচয় এক ব্যাংক কর্মকর্তাকে তুলে নিয়ে অপহরণ পূর্বক আটকে রেখে ৫লাখ টাকা চাঁদাদাবি,গ্রেফতার এক

0
404

এম আর রকি : পুলিশ পরিচয়ে যশোর উপশহর এলাকা থেকে এক ব্যাংক কর্মকর্তাকে অপহরণ পূর্বক একটি কক্ষে আটকে রেখে নারীর উপস্থিতিতে ব্লাক মেইলিংয়ের প্রস্তুতি সম্পন্ন করে ৫লাখ টাকা চাঁদা দাবি করেছে। এক পর্যায় নগদ এক লাশ ষাট হাজার টাকা হাতিয়ে নেওয়ার পর তার কাছ থেকে দফায় দফায় চাঁদার টাকা দাবি ও গ্রহনের অভিযোগে কোতয়ালি মডেল থানায় সংঘবদ্ধ চক্রের নারীসহ চার সদস্যর বিরুদ্ধে মামলা হয়েছে। যশোরে মনিরামপুর উপজেলার মোহনপুর গ্রামের মৃত শিশুবর রায়ের ছেলে ও মাগুরা জেলার তাঁতীপাড়া আনসার ভিডিবি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক বিশ্বনাথ রায় বাদি হয়ে দুই আসামীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামীরা হচ্ছে, যশোরের মণিরামপুর উপজেলার কামাল পুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে জিএম অনিক ফয়সাল,কামালপুর (হাসপাতালের পার্শ্বে জয়দের বাড়ির ভাড়াটিয়া মাজেদা ও অজ্ঞাতনামা ২জন। ঘটনাটি উপশহর খাজুরা বাসস্ট্যান্ড থেকে ঘোপ পলিটেকনিক্যাল কলেজ রোড এলাকায়। পুলিশ চাঁদাবাজ জিএম অনিক ফয়সাল নামে এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে। এই রোডে বছর কয়েক পূর্বে এ ধরনের ঘটনা সংঘঠিত হলে জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত করে কূল কিনারা করতে পারেনি সেই সময়।
মামলায় বিশ্বনাথ রায় উল্লেখ করেছেন, গত ২৬ জুলাই তিনি তার কর্মস্থল মাগুরা জেলার সদর উপজেলা থেকে বাস যোগে যশোরে মণিরামপুর উপজেলার মহনপুর গ্রামের উদ্দেশ্যে আসছিল। বিকেল আনুমানিক ৫ টার সময় উপশহর খাজুরা বাসস্ট্যান্ড এলাকাল বাস থেকে নামা সাথে দু’জন অজ্ঞাতনামা ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় বলেন তার কাছে ইয়াবা আছে। তখন তিনি তল্লাশী করতে বলেন। তারা বলেন থানায় নিয়ে তল্লাশী করা হবে। এই বলে থানায় যাওয়ার কথা বলে বিশ্বনাথ রায়কে নিয়ে একটি কালো রংয়ের বড় সাইজের মোটর সাইকেলে তুলে ঘোপ পলিটেকনিক্যাল কলেজ রোডের একটি তৃতীয়তলা ভবনের নীচতলার একটি কক্ষে নিয়ে আটকে রাখে। সেখানে নারী মাজেদা আগে থেকেই অবস্থান করছিল। চারজনের দূবৃর্ত্তরা বিশ্বনাথ রায়কে মাজেদার সাথে বিভিন্ন কায়দায় ছবি তুলে তা ইন্টার নেটের মাধ্যমে সারা দেশে ছেড়ে দেওয়ার কথা বলে মাজেদা ৫ লাখ টাকা দাবি করে। টাকা না দিয়ে চেতনা নাশকত ঔষদের মাধ্যমে জীবনে শেষ করে ফেলার হুমকী দেয়। উপায়ূন্তর না পেয়ে বিশ্বনাথ রায় ওই দিন সন্ধ্যারাতে মাগুরা জেলায় তার অফিসের সহকর্মী আব্দুল আজিজের ছেলে সবুর হোসেনকে টাকা আনতে বলে। সবুর হোসেন বিশ্বনাথ রায়ের কথামতো ঘটনার সন্ধ্যারাতে ১লাখ ৬০ হাজার টাকা নিয়ে উপশহর খাজুরা বাসস্ট্যান্ড সংলগ্ন একটি হোটেলের সামনে দূর্বৃত্তদের সাথে দাঁড়িয়ে থাকা বিশ্বনাথ রায়ের হাতে সবুর হোসেনে কাছে চাওয়া ১লাখ ৬০ হাজার টাকা গ্রহন করে। সবুর হোসেন চলে যাওয়ার পর বিশ্বনাথ রায়ের পাশে থাকা দুই দূর্বৃত্ত উক্ত টাকা নিয়ে মোটর সাইকেল যোগে চলে যায়। যাওয়ার সময় বাকী টাকা দেওয়ার হুমকী প্রদর্শন করে। টাকা দেওয়ার পর রাত সাড়ে ৮ টায় বিশ্বনাথ রায় বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পর ৩ আগষ্ট সকালে ফয়সাল মোবাইল নাম্বারে বিশ্বনাথ রায়কে ডেকে তার মনিরামপুর বাজারে ফয়সাল এন্টার প্রাইজে ডাকেন। সকাল ১০ টায় উক্ত ফয়সালের কথা মতো সেখানে গেলে তার কাছে চাঁদার বাকী টাকা দাবি করে। এক পর্যায় ফয়সাল ২০ হাজার টাকা গ্রহন করে। এর পর ৫ আগষ্ট পুনরায় মোবাইল ফোনের মাধ্যমে ৪০ হাজার টাকা চাঁদা সরুপ গ্রহন করে জিএম ফয়সাল। পরবর্তীতে ১৫ অক্টোবর সকালে ও ২২ অক্টোবর রাত পৌনে ১১ টায় পুনরায় চাঁদার বাকী টাকার জন্য মোবাইল ফোনে হুমকী ধামকীর এক পর্যায় চাপ প্রয়োগ করে। বিশ্বনাথ রায় বিষয়টি পুলিশের স্মরনাপন্ন হলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম চাঁদাবাজ জিএম অনিক ফয়সালকে মঙ্গলবার গ্রেফতার করে। ফয়সাল পুলিশের কাছে স্বীকার করেছে সে ৬০ হাজার টাকা চাঁদা সরুপ গ্রহন করেছে। বুধবার দুপুরে ফয়সালকে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশের এসআই আবুল খায়ের মোল্লা। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল খায়ের মোল্লা জানান,উক্ত মাজেদা গ্রেফতার হলে বেরিয়ে আসবে এর সাথে অজ্ঞাতনামা দুজন কারা জড়িত।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here