যশোরে প্রবাসীর স্ত্রীর কাছে চাঁদা দাবি ও হত্যার হুমকিতে আদালতে অভিযোগ

0
292

বিশেষ প্রতিনিধি : সদর উপজেলার মথুরাপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীর কাছে মোটা অংকের চাঁদা দাবি ও চাঁদার টাকা না পেলে খুন গুমের হুমকির অভিযোগে সাতজনের বিরুদ্ধে নির্বাহী আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার অভিযোগটি করেছেন যশোর সদর উপজেলার মথুরাপুর গ্রামের মহসীন মোল্লার স্ত্রী মোছাঃ শিল্পী খাতুন। দাখিলকৃত অভিযোগটি আমলে নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান আসামিদের প্রতি নোটিশ জারি করেন। দায়েরকৃত অভিযোগকারী হচ্ছে, একই এলাকার ইশা মুন্সির ছেলে আব্দুর রউফ মোল্লা, হোসেন মোল্লার ছেলে মোস্তফা, আজিজুরের ছেলে হান্নান, দাউদ মোল্লার ছেলে আমিনুর, আব্দুস সামাদের ছেলে ওহাব মাস্টার, মতলেবের ছেলে হারুন, এশা মুন্সির ছেলে নুর মোহাম্মেদ।
দালিখকৃত অভিযোগে শিল্পী খাতুন উল্লেখ করেন, তার স্বামী বিদেশ থাকেন আর ছেলে মাদ্রাসায় থেকে পড়াশোনা করেন। বৃদ্ধ শ্বশুর কে নিয়ে তিনি গ্রামেই বসবাস করেন। এ সুযোগে আসামিরা তাকে নানা ধরনের হয়রানি করতে থাকে। এক পর্যায় আসামিরা তার কাছে মোটা অংকের টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় বাদীর উপর ষড়যন্ত্র শুরু করে। এরই জেরে গত ৯ ডিসেম্বর বিকেলে আসামিরা বাদীর বসত বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ সহ খুন, গুমের হুমকি দেয়। শিল্পীর চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা দ্রুত চলে যাবার এক পর্যায় হুমকি প্রদর্শন করে অন্যথায় তার বাড়িতে আগুন দিয়ে জালিয়ে দেয়া হবে বলে জানান। এমতাবস্থায় বাদী আদালতের আশ্রয় নেন।