যশোরে লিংক থ্রী টেকনোলজি লাইন প্রদানে সন্ত্রাসীদের বাঁধা প্রদান ও মারপিটের অভিযোগ

0
312

বিশেষ প্রতিনিধি : চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী নয়ন ওরফে হিটার নয়নসহ তার সহযোগী সন্ত্রাসীরা যশোর শহরে লিংক থ্রী টেকনোলজি লাইন প্রদানে বাঁধা প্রদানসহ ৫জনকে মারপিটসহ হত্যার হুমকী দিয়েছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হচ্ছে যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিকের ফারুকের ছেলে বহু মামলার আসামী নয়ন ওরফে হিটার নয়ন, বেজপাড়া আনছার ক্যাম্প পানির ট্যাংকীর ইদ্রিসের ছেলে সজিবসহ তাদের অজ্ঞাতনামা ৪/৫জন সহযোগী।
যশোর শহরের ২৯/এ,আর,এন,রোডের মৃত আনোয়ারুল ওয়াদুদ সিদ্দিকীর ছেলে আমিনুর রহমান সিদ্দিকী ( মেহেদী) বুধবার কোতয়ালি মডেল থানায় এজাহার দায়ের করেছেন। তিনি এজাহারে বলেছেন, বর্তমানে তিনি যশোর শহরের আরএনরোড একটি ব্যাংকের ৩য় তলা ভবনের বাসিন্দা ও ইলেভেন হানডেড্র টেকনোলজি ডিসট্রিবিউটর-লিংক থ্রী টেকনোলজিস শাখার সভাপতি। যশোর শহরের গ্রাহকদের মাঝে লিংক থ্রী টেকনোলজি নামীয় ইন্টার নেট কানেকশন প্রদানের মাধ্যমে সেবা প্রদান করে আসছে। ১০ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১২ টায় অফিসের লাইনম্যান নালিয়ার বাবর আলী,ঝুমঝুমপুরের আমির,শাকিল হোসেন , বাঘারপাড়া উপজেলার জয়নগর গ্রামের জাহিদ হাসান,বসুন্দিয়া বাজারের কুতুব উদ্দীন শহরের বেজপাড়া রানার অফিসের পাশে সংযোগ প্রদান ও লাইন মেরামতের কাজ করতে থাকলে উল্লেখিত আসামীসহ তাদের অজ্ঞাতনামা আসামীরা হাতে লাঠি সোটা নিয়ে হামলা চালায়। সন্ত্রাসীরা শ্রমিকদের গালিগালাজ করতে থাকে। এ সময় সেখানে থাকা সেইভ এন্ড সিকিউরিটি ম্যান শাহ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আসামীদের গালিগালাজ করার কারণ জিজ্ঞাসাবাদ করলে আসামীরা ক্ষিপ্ত হয়ে শাহ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে বেধড়ক মারপিট করে তার কাছে থাকা কোম্পানীর কালেকশনের নগদ ১লাখ ৩০ হাজার টাকা একই ফাইবার জয়েন্ট মেশিন কাড়িয়ে নেয়। আসামীরা লাইনম্যানদের মারপিট করতে থাকে। আসামীদের মারপিটে চিৎকার শুরু হলে স্থানীয় লোকজন এগিয়ে আসে। পরে শাহ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্যদের মারপিট করে হুমকী দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দায়েরকৃত অভিযোগ কোতয়ালি মডেল থানার এসআই সাইফুল মালেক তদন্ত কার্যক্রম শুরু করেছেবলে জানাগেছে।