যশোরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ২, উদ্ধার অভিযান চলছে

0
420

বিশেষ প্রতিনিধি : যশোরে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত দুই পাইলটের ছিন্নভিন্ন দেহের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। একইসাথে বিমানটির ৩৫ শতাংশের মত উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে ব্রিফিংকালে এ তথ্য জানিয়েছেন যশোর ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক পরিমল কুন্ডু। সোমবার সকালে দ্বিতীয় দিনের মত উদ্ধার অভিযান শুরু হওয়ার পর ব্রিফিংয়ে তিনি এ তথ্য দেন।রোববার রাতে যশোর সদর উপজেলার বুকভরা বাওড়ে বিধ্বস্ত হয় যশোর বিমান বাহিনীর এই প্রশিক্ষণ বিমানটি। দুর্ঘটনায় এর দুই পাইলটই নিহত হন। নিহত দু’পাইলট হলেন, স্কোয়াডন লিডার সিরাজুল ইসলাম ও স্কোয়াডন লিডার এনায়েত কবির পলাশ। পলাশ জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার কৃষ্ণপুর গ্রামের সফিউদ্দিনের ছেলে এবং সিরাজুলের বাড়ি রাজবাড়ি জেলায় বলে জানা গেছে। সোমবার নিহত দুই পাইলটের ছিন্নভিন্ন দেহের অংশবিশেষ উদ্ধারের পর বেলা সাড়ে ১১ টার দিকে যশোর বিমান বাহিনীর মতিউর রহমান ঘাঁটিতে তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সোমবার সকালে হেলিকপ্টারে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন বাহিনী বাহিনীর প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। আগে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর এর এক বিজ্ঞপ্তিতে সহকারী পরিচালক রেজাউল করিম জানিয়েছেন, বিরূপ আবহাওয়ার কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিমান দুর্ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।সোমবার দুপুরে ঘটনাস্থলের পাশে ব্রিফিং করেন যশোর ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক পরিমল কুন্ডু। তিনি জানান, রোববার রাত ও সোমবার সকাল থেকে উদ্ধার অভিযানে এখন পর্যন্ত বিধ্বস্ত বিমানটির ৩৫ শতাংশ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে বিমানের ইঞ্জিন এখনও উদ্ধার করা যায়নি। আর নিহত দুই পাইলটের মাথা, হাতসহ শরীরের ছিন্নভিন্ন বিভিন্ন অংশ উদ্ধার হয়েছে। সামগ্রিক এ উদ্ধার অভিযানের নেতৃত্ব দিচ্ছেন বিমান বাহিনীর স্কোয়াডন লিডার মাহাদি।এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর এর এক বিজ্ঞপ্তিতে সহকারী পরিচালক রেজাউল করিম জানিয়েছেন, বিরূপ আবহাওয়ার কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিমান দুর্ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শনে বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত আসবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।রোববার রাতে যশোর সদর উপজেলার বুকভরা বাওড়ে বিধ্বস্ত হয় যশোর বিমান বাহিনীর এই প্রশিক্ষণ বিমানটি। দুর্ঘটনায় এর দুই পাইলটই নিহত হয়েছেন। ডুবুরিরা তাদের ছিন্নবিছিন্ন মরদেহ উদ্ধার করেছে। একইসাথে বিধ্বস্ত বিমানের কিছু ধ্বংসাবশেষও উদ্ধার হয়েছে।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর এর এক বিজ্ঞপ্তিতে সহকারী পরিচালক রেজাউল করিম জানিয়েছেন, বিরূপ আবহাওয়ার কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিমান দুর্ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। যশোর বিমান বন্দরের ব্যবস্থাপক আলমগীর পাঠান জানান, রোববার রাত ৯টা ২০ মিনিটে যশোরের মতিউর রহমান বিমান ঘাঁটি থেকে প্রশিক্ষণ বিমান কে৮ডব্লিউ উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পর সেটি যশোর সদর উপজেলার ফরিদপুর গ্রামের বুকভরা বাওড়ের মধ্যে আছড়ে পড়ে যায়। বিমানটিতে দু’জন পাইলট ছিলেন। বিমান বাহিনী সূত্র জানায়, যশোরের মতিউর রহমান বিমান ঘাঁটি থেকে প্রশিক্ষণ বিমানটি নিয়ে উড়ে যান স্কোয়াডন লিডার এনায়েত ও স্কোয়াডন লিডার সিরাজ। উড্ডয়নের কিছুক্ষণ পরই তারা টাওয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে যান। এরপরই বিমানটি বিধ্বস্তের খবর পাওয়া যায়।খবর পেয়ে বিমান বাহিনীর সদস্যরাসহ ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়। তবে রাতের আঁধার ও বিরূপ আবহাওয়ার কারণে ডুবে যাওয়া বিমানের অবস্থান চিহ্নিত করতে বিলম্ব হয়। উদ্ধার অভিযানের শুরুতেই পানিতে ভাসতে থাকা বিধ্বস্ত বিমানের কিছু ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। পরে খুলনা থেকে এসে উদ্ধার অভিযানে যোগ দেয় নৌ-বাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রাত প্রায় ৪টা পর্যন্ত উদ্ধার অভিযান কার্যক্রম পরিচালিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here