যশোরে প্রশ্নপত্র ফাঁস চক্রের গ্রেফতারকৃত দু’জনকে আদালতে সোপর্দ

0
378

বিশেষ প্রতিনিধি : পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের সাথে জড়িত গ্রেফতারকৃত দু’জনের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় প্রতারণা তৎসহ ১৯৮০ সালের পাবলিক পরীক্ষার অপরাধ সংক্রান্ত ৪২ নং কোটেশনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত চক্রের প্রধান সদর উপজেলার ছোট হৈবতপুর গ্রামের মিলন হোসেনের ছেলে সিরাজুল ইসলাম ও সহযোগী ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের মসলেম উদ্দিনের ছেলে কামরুজ্জামানকে শনিবার মামলার তদন্ত কারী কর্মকর্তা আদালতে সোপর্দ করেছে। পাশাপাশি তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে আনা হবে বলে পুলিশ জানিয়েছেন। গত শুক্রবার ১ ফেব্রুয়ারী সকালে ছোট হৈবতপুর গ্রামের সিরাজুল ইসলামের বাড়ি হতে তাকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক কামরুজ্জামানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা বিগত ২০১৭ সাল থেকে পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত দেশের বিভিন্ন জেলার শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে প্রতারণা পূর্বক টাকা হাতিয়ে নিচ্ছিল বলে পুলিশ জানায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here