যশোরে সপ্তাহব্যাপী পুলিশের সেবা গ্রহনের কার্যক্রম সমাপ্ত

0
645

এম আর রকি : পুলিশকে সহায়তা করুন ও পুলিশের সেবা গ্রহন করুন এই শ্লোগানকে সামনে রেখে গত ২৭ জানুয়ারী রোববার থেকে সপ্তাহব্যাপী পুলিশের সেবা সপ্তাহ শনিবার ২ ফেব্রয়ারী শেষ হয়েছে।যশোর জেলা সদর ট্রাফিক বিভাগের আয়োজনে সেবা সপ্তাহের উদ্বোধন করেন যশোরের পুলিশ সুপার মঈনুল হক বিপিএম,পিপিএম উদ্বোধনের পর ট্রাফিক কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। সেই সময় র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোতয়ালী থানার সামনে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। নারী,শিশু বান্ধব সেবা প্রদানের মাধ্যমে যাতে নাগরিকদের নিরাপত্তা দিতে পারে সে লক্ষে পুলিশ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বলে পুলিশ সুপার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন। পুলিশ সেবা সপ্তাহ উদ্ভোধনী দিনে কোতয়ালি মডেল থানার সামনে জেলা পুলিশের আয়োজনে মোটর সাইকেল চালকদের নিরাপত্তার কথা ভেবে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়। এছাড়া,জনগণকে সচেতনতা করতে লিফলেট বিতরণ ও যশোর শহরের প্রধান কেন্দ্রবিন্দু দড়াটানা চত্বরে ষ্টেজ করে মাইক ও সাউন্ড বক্স বাজিয়ে জনসাধারণকে সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করা হয়। বিভিন্ন যানবাহন চালকদের সচেতন করতে ক্লাসের ব্যবস্থা ও বিভিন্ন স্কুল কলেজে সচেতন করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়। শ্রমিকদের সচেতন করতে তাদেরকে প্রশিক্ষনের ব্যবস্থা গ্রহন করা হয়। রাস্তায় চলাচলরত জনসাধারণকে সচেতন করতে তাদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। মোটর সাইকেল চালকদের হেলমেট পরা নিশ্চিত করতে যশোর শহরসহ বিভিন্ন স্পটে পুলিশ লিফলেট বিতরণসহ নানা মূখী সচেতনতা মূলক কার্যক্রম গ্রহন করা হয়। যশোর সদর ট্রাফিক ইন্সপেক্টরের কার্যালয়ে কর্মরত পুলিশ পরিদর্শক প্রশাসন সাখাওয়াৎ হোসেন,প্রশান্ত কুমার ঘোষ,আনন্দ চন্দ্র রায়,জিয়াউল হক,শুভেন্দু কুমার মুন্শী ছাড়াও সার্জেন্ট নিশিকান্তসহ অন্যান্য সার্জেন্ট,টিএসআই,এটিএসআই,পুলিশ কনস্টেবল শহরও শহরতলীর বিভিন্ন স্পটে জনসাধারণকে সচেতন করতে নানা পদক্ষেপ গ্রহন করতে দেখা যায়। ট্রাফিক পুলিশ পরিদর্শক শুভেন্দু কুমার মুন্শী জানান,সপ্তাহ ব্যাপী পুলিশের সেবা গ্রহনে জনসাধারণকে যে ভাবে সেবা প্রদান করা হয় তাতে আগামীতে এর সুফল দেখার প্রত্যাশায় রয়েছে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ। হেলমেট ছাড়া মোটর সাইকেল চালানো হলে আজ থেকে আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছেন যশোর সদর ট্রাফিক বিভাগের কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here