যশোরে বাবার হাতে মেয়ে খুন

0
446

বিশেষ প্রতিনিধি : যশোর সদরের লেবুতলা ইউনিয়নের আগ্রাইল গ্রামে সৎ বাবার ছুরিকাঘাতে সুমী (২৫) নামে এক শারীরিক প্রতিবন্ধী তরুণীর মৃত্যু হয়েছে। বুধবার গভীর রাত দুই টায় এ ঘটনা ঘটে। হত্যাকান্ডের পর থেকে ঘাতক পিতা নাজমুল পলাতক রয়েছে।
নিহতের মা রেশমা বেগম ও ও খালা শিল্পী বেগম সাংবাদিক ও পুলিশকে জানান, সুমীকে নিয়ে তারা ঢাকায় থাকেন এবং ঠেলাগাড়িতে করে ভিক্ষা করেন। সুমীর সৎ বাবা নাজমুল ঢাকায় রিকশা চালায়। কোরবানির ঈদের আগে তারা যশোরে আসেন। রেশমা বেগম জানান, সুমী তার প্রথম ঘরের সন্তান। এই সংসারে তার তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। সম্প্রতি তার বড় মেয়ে সাথীর বিয়ের কারণে নাজমুল সুমীর কাছ থেকে ২০ হাজার টাকা ধার নেয়। সুমীর উপার্জিত ওই টাকা ঈদের পরেই ফেরত দেয়ার কথা ছিল। কিন্তু নাজমুল ধারের সেই টাকা দিতে গড়িমসি করে। এ নিয়ে তাদের মধ্যে কয়েকদিন ধরে ঝগড়া হচ্ছে। বুধবার রাতেও তাদের মধ্যে গোলযোগের এক পর্যায় হাতাহাতি হয়। একপর্যায়ে নাজমুল একটি ছুরি দিয়ে সুমীর পেটে আঘাত করে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় রাত সাড়ে তিনটায় সুমীকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ মিনিট পরই তিনি মারা যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম আব্দুর রশিদ জানিয়েছেন, ছুরিকাঘাতের ফলে মেয়েটির প্রচুর রক্তক্ষরণ হয়। রাতে তাকে চিকিৎসাসেবা দিয়ে ওয়ার্ডে পাঠানো হয়। সেখানে তিনি মারা যান। যশোর সদরের ফুলবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শাহ জলিল বলেন, রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নাজমুল ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। তাকে আটকে পুলিশ কাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here