যশোরে বিআরটিএ সংক্রান্ত যানবাহন মালিকদের কাছ থেকে সরকারী রাজস্ব গ্রহনে ব্যাংকগুলোর গড়িমসি

0
413

এম আর রকি : যানবাহন সেক্টর থেকে সরকারী রাজস্ব যে পরিমান আসার কথা তা আসছে না বলে খবর পাওয়া গেছে। যশোরে বিআরটিএ খাতে রাজস্ব জমা দেওয়ার ক্ষেত্রে চারটি ব্যাংকের কতিপয় কর্মকর্তা ও কর্মচারী নিরুৎসাহী করছে বলে অভিযোগ উঠেছে। ব্যাংকগুলো হচ্ছে, শহরের আরএনরোডস্থ ইষ্টার্ণ ব্যাংক,শহরের গাড়ীখানা সড়কের শাহজালাল ব্যাংক লিমিটেড, ওয়ান ব্যাংক ও জেলা প্রশাসকের কার্যালয়ের নীচে এনআর বি ব্যাংক। এ সব ব্যাংকে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারী বিআরটি সংক্রান্ত যানবাহনের মালিকদের কাছ থেকে টাকা জমা নেওয়ার ক্ষেত্রে নানা গড়িমসি করে বলে অভিযোগ উঠে।
অভিযোগে প্রকাশ, ইর্ষ্টার্ন ব্যাংকে যিনি বিআরটি সংক্রান্ত টাকা জমা দেওয়ার দায়িত্ব পালন করেন তিনি প্রায় অধিকাংশ সময় বলেন ব্যাংকের প্রিন্টার নষ্ট হয়ে গেছে। টাকা জমা নেওয়ার সুযোগ নেই। ওয়ান ব্যাংকের কর্মকর্তা গ্রাহকদের ফেলে বেলা ১১ টায় সোনালী বাংকের কম্পিউটারে যাওয়ার কথা বলে বের হয়। আর না ফেরায় গ্রাহকেরা টাকা জমা না দিয়ে ফিরে যেতে বাধ্য হয়।তাছাড়া, টাকা জমা দেওয়ার শেষ তারিখ থাকলেও ব্যাংকগুলোর তালবাহনার কারণে তাদেরকেঅধিক টাকা গুনতে হচ্ছে। যান বাহনের ফিটনেস ও ট্যাক্স টোকেন এর ফি সময় মতো প্রদান করতে না পারলে সরকারী নির্ধারিত টাকার উপর ১০% অধিক টাকা গুনতে হয়। সূত্রগুলো আরো বলেছে, শাহজালাল ব্যাংকে যারা টাকা বিআরটিএ সংক্রান্ত ব্যাপারে টাকা জমা দিতে যান তাদেরকে বলেন কম্পিউটার ম্যান বাইরে রয়েছে। এই অজুহাতে যান বাহন ক্ষেত্রে সরকারী রাজস্ব জমা দিতে নিরুৎসাহী করা হয়। এদিকে,জেলা প্রশাসকের কার্যালয়ের নীচে অবস্থিত এন আর বি ব্যাংকে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা বেলা ১২ টা বাজলে আর টাকা জমা নেয়না। তাহলে এনআরবি বাংকে টাকা পয়সা জমা নেওয়ার লেনদেন বেলা ১২ টা পর্যন্ত কিনা গ্রাহকেরা এমন প্রশ্ন করেন। যান বাহনের টাকা জমা দিতে যাওয়া অনেক গ্রাহক জানান, এই সব ব্যাংকে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা বিআরটিএ সংক্রান্ত সরকারী রাজস্ব আদায়ের ক্ষেত্রে গাড়ীর মালিকদের নিরুৎসাহিীত করছে। অথচ সরকারী নির্দেশ রয়েছে সরকার প্রদত্ত ব্যাংকগুলো বিআরটিএ সংক্রান্ত গাড়ীর মালিকদের কাছ থেকে টাকা গ্রহন করে তাদেরকে স্লিপ প্রদান করবে। সরকারী এই নিদের্শকে কৌশলে ব্যাংকগুলো পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টায় লিপ্ত রয়েছে। এ ব্যাপারে যশোর বিআরটিএ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি) কাজী মোঃ মোরছালীনকে জানতে চাওয়া হলে তিনি বলেন, যশোর বিআরটিএ সংক্রান্ত টাকা জমা নেওয়ার ক্ষেত্রে ব্যাংক গুলো বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে তিনি বলেন,সম্প্রতি তিনি ব্যাংক গুলো ম্যানেজারকে পত্র দিয়েছেন। সরকারী রাজস্ব আদায়ের স্বার্থে বিষয়টি অতিগুরুত্ব সহকারে দেখার জন্য অনুরোধ জানান।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here