যশোরে বিএনপির অনশন কর্মসূচিতে পুলিশের বাধা

0
335

বিশেষ প্রতিনিধি : পুলিশের বাধার কারণে মাত্র আধা ঘন্টার অনশণ কর্মসুচি পালন করতে বাধ্য হয়েছে যশোর জেলা বিএনপি। বুধবার সকালে প্রেসক্লাব যশোরে দলের কারাবন্দী চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে এ কর্মসুচি পালন করে। তবে কর্সুচিতে কোনো মাইক ব্যবহারের অনুমতি দেয়নি পুলিশ। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সাংবাদিকদের জানান, পূর্বনির্ধারিত কর্মসুচির অনুমতি নিয়ে যশোর পুলিশ প্রশাসন টালবাহানা করতে থাকে। শেষ পর্যন্ত বুধবার সকাল ১০টার দিকে যশোর কোতয়ালী থানার ওসি তদন্ত আবুল বাশার নেতৃবৃন্দকে ফোন করে জানান সকাল ১১ টা থেকে মাত্র আধা ঘন্টার জন্য অনশণ কর্মসুচি পালন করা যাবে। দেলোয়ার হোসেন খোকন আরো জানান, কর্মসুচি পালনের জন্য সকালে প্রেসক্লাবে মাইক ও মাদুর ঢোকানোর সময় সেখানে আগে থেকে অবস্থান নেয়া পুলিশ বাধা দেয়। যেকারনে শেষ পর্যন্ত প্রেসক্লাবের ফ্লোরে বসেই অনশণ কর্মসুচিতে অংশ নেন নেতার্মীরা। অনশন কর্মসুচি দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, সরকার মানুষের সকল অধিকার কেড়ে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া খর্ব করছে। একদিকে সরকার মুখে গণতন্ত্রের বুলি আওড়াচ্ছে অন্যদিকে বিরোধীদলকে নুন্যতম কোনো সভা সমাবেশ করতে দিচ্ছেনা। এসময় সেখানে যশোর নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, বিএনপি নেতা সিরাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here