যশোর কেশবপুরের আলোচিত আয়ূব খান পুলিশের হাতে আটকের পর দুই লাখ টাকা নিয়ে ছেড়ে দেয়ার অভিযোগ

0
333

বিশেষ প্রতিনিধি : যশোরের কেশবপুরের চিহ্নিত ভূমিদস্যু, জাল-জালিয়াতিসহ একাধিক অপকর্মের হোতা আয়ূব খানকে অবশেষে থানা পুলিশ আটক করার পর ছেড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যার পর কেশবপুর থানা পুলিশ তাকে পুরাতন গরুহাটার পাশ থেকে আটক করে থানায় নিয়ে আসে। থানা হাজতে রেখে দুই লাখ টাকায় রফাদফার এক পর্যায় তাকে ছেড়ে দিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,কেশবপুর থানা কর্মরত এস আই মেহেদী হাসান’র নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার সন্ধ্যায় পুরাতন গরু হাটার পাশ থেকে আয়ূব খানকে অভিযোগের ভিত্তিতে আটক করে। এরপর স্থানীয় কথিত এক ব্যক্তির মধ্যস্থতায় রাত ১১টার দিকে তাকে ছেড়ে দেয়া হয়। ভূমিদস্যু আয়ূব খানের পিতা মৃত ওদুদ খান ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে কেশবপুরের পীচ কমিটির সেক্রেটারী থাকাকালীন তার বিরুদ্ধে খুন, ধর্ষণ, জ্বালাও পোড়াও সহ একাধিক পরিবারের বাড়ি ও জমি দখলের অভিযোগ রয়েছে। এসময় তিনি কেশবপুর শহরস্থ যশোর-সাতক্ষীরা সড়কের পার্শ্বে মধ্যকুল নামক স্থানে অবস্থিত যশোর সড়ক ও জনপথের প্রায় ৩০ বিঘা জমি জোর পূর্বক জবর দখল করে নেয়। যুদ্ধ শেষে দেশ স্বাধীন হওয়ার পর স্থানীয় মুক্তিযোদ্ধারা ওদুদ খানকে গুলি করে হত্যা করে। তার মৃত্যুর পর তার ছেলে আয়ূব খানের নেতৃত্বে পরিবারটি ঐ সরকারী জমি নিজেদের দখলে রেখেছে। সরকারী ঐ জমি উদ্ধারের জন্য বিভিন্ন সময় পত্র পত্রিকায় খবর প্রকাশিত হলে ও তাতে কোন কাজ হয়নি। অবশেষে মধ্যকুল গ্রামবাসী ভূমিদস্যু ও যুদ্ধাপরাধী পরিবারের হাত থেকে সরকারী ঐ জমি উদ্ধারের জন্য ২০১৮ সালের ৭ জুন তারিখে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি অভিযোগ করেন। নির্বাহী কর্মকর্তা এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দিলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত তা ফাইলবন্দী হয়ে পড়ে আছে। অপরদিকে আয়ূব খান মধ্যকুল গ্রামের দিন মজুর জয়দেব নাথের ভিটাবাড়ী জাল-জালিয়াতির মাধ্যমে বিক্রি করে টাকা ভাগাভাগির ঘটনায় আদালতের একটি মামলা থানা পুলিশ ২০১৮ সালের ১ জুলাই তারিখে তার বিরুদ্ধে একটি প্রতিবেদন দিয়েছেন। তাতে জাল জালিয়াতির ঘটনাটি সত্য বলে প্রতিবেদনে উল্ল্যেখ করা হয়েছে। যার সিআর মামলা নং- ১৩/১৮ তারিখ ০৮.১০.১৮, স্মারক নং-৬৩ তারিখ ২৮.২.১৮ইং। ধারা ৪০৯/৪২০/৪৬৫/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ দঃবিঃ। এছাড়া আয়ূব খানের বিরুদ্ধে থানায় সাধারন ডায়েরী সহ একাধিক অভিযোগ রয়েছে। যার জিডি নং- ৭৪২ তাং-১৮.০৮.১৮ইং। এদিকে আয়ূব খান ২০০৭ সালে মধ্যকুল গ্রামের সরকারী সড়কের উপর থেকে গাছ চুরির দায়ে আটক হয়ে বেশ কিছুদিন হাজতবাস শেষে জামিনে মুক্ত হয়। এ ব্যাপারে কেশবপুর থানার এসআই মেহেদি হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি দুই দিন ধরে ছুটিতে আছি। কোন আসামি আটক করেনি। আয়ুব খানকে আটকের প্রশ্নই আসে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here