যশোরে বিজিবি’র হাতে সাড়ে ৬৫ হাজার ইউএসএ ডলার ও ৯ ট্রাক বোঝাই ভারতীয় পানপাতা উদ্ধার গ্রেফতার-১

0
283

বিশেষ প্রতিনিধি : ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা মঙ্গলবার ও বুধবার দুই দিনে অভিযান চালিয়ে যশোর কোতয়ালি মডেল থানা ও সীমান্ত এলাকা থেকে বাংলাদেশী সাড়ে ৫৫লক্ষাধিক টাকা মূল্যের সাড়ে ৬৫ হাজার ইউএসএ ডলার এবং ৯ ট্রাক ভর্তি ৫৮ হাজার ৩শ’ কেজি ভারতীয় পান পাতা উদ্ধার করেছে। এ সময় ইউএসএ ডলারসহ সজীব নামে এক হুন্ডি কারবারিকে গ্রেফতার করেছে। সে শরিয়তপুর জেলার নাড়িয়া উপজেলার বাচ্চুর ছেলে।
বিজিবি’র সূত্রগুলো জানান,বুধবার বিজিবি’র একটি টহলদল বেনাপোল বাসস্ট্যান্ড এলাকা থেকে সোহাগ পরিবহনের কাউন্টারের সামনে থেকে বিকেল সাড়ে ৩ টায় সজীব নামে এক হুন্ডি ব্যবসায়ীকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ৬৫ হাজার ৪শ’ ইউএসএ ডলার উদ্ধার করে। অপরদিকে,মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় বেনাপোল থেকে আসা ভারতীয় পানপাতা বোঝাই ৯টি ট্রাক বিজিবি’র অপর একটি টহলদল যশোর সদর উপজেলার নতুনহাট নামকস্থান থেকে জব্দ করে। উক্ত ট্রাকের ভারতীয় পানপাতার মূল্য অনুমান ৩ কোটি ৪১লাখ ৬০ হাজার টাকা বলে বিজিবি’র সূত্রগুলো জানিয়েছেন। উক্ত পানপাতা শুল্ক ফাঁকি দিয়ে আনা হয়েছে বিজিবি’র সূত্রগুলো দাবি করেছেন। ইউএসএ ডলার উদ্ধারের ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলায় প্রক্রিয়া চলছে। পানপাতা জব্দর ঘটনায় তদন্ত ও যাচাইবাছাই চলছে বলে বিজিবি’র সূত্রগুলো জানিয়েছেন।#