যশোরে বিস্ফোরক মামলায় সাবেক এমপি সাঈদ বিএনপি নেতা অমিতসহ অভিযুক্ত ৫২

0
458

বিশেষ প্রতিনিধি : জামায়াতের সাবেক সংসদ সদস্য মুহাদ্দিস আবু সাঈদ ও বিএনপির কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিতসহ ৫২ জনকে যশোরে একটি বিস্ফোরক ও নাশকতা পরিকল্পনা মামলায় অভিযুক্ত করে চার্জশীট দাখিল করেছে। কোতয়ালি মডেল থানা পুলিশের এসআই সুকুমার কুন্ডু তদন্ত কার্যক্রম শেষে আদালতে এই চার্জশীট দাখিল করেন।
অভিযুক্তরা হলেন, সাবেক সংসদ সদস্য মুহাদ্দিস আবু সাঈদ, সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ছেলে বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জামায়াত নেতা মাস্টার নুরুন্নবী, অ্যাড, গাজী এনামুল হক, অধ্যাপক গোলাম রসুল, শফিউর রহমান, সিরাজুল ইসলাম, শরিফুল ইসলাম, বদরুজ্জামান, মোহাম্মদ আলী, ফসিয়ার রহমান, মুকিতুল হক, আইয়ুব আলী, আসাদুজ্জামান, মতিরয়ার রহমান, কাওছার আলী, অ্যাড, আব্দুল লতিফ, আব্দুল মজিদ, আবু জাফর, নাজির হুসাইন, আব্দুর রহিম, মতিয়ার রহমান, মিজানুর রহমান, সৈয়দ আনোয়ারুল ইসলাম, শফিকুল মাসুদ, তৌহিদুর রহমান, জুবায়ের আল মাসুদ হোসেন, সমিউল ইসলাম, আব্দুল হক, কল্লোল হোসেন, আলমগীর হোসেন, হায়দার আলী, আব্দুল মান্নান, আব্দুর রহিম, জহির উদ্দিন, আব্দুল হান্নান, আব্দুল মালেক, মহসিন আলী, আবুল কাশেম, আশরাফ হোসেন, আমিনুল ইসলাম, মাওলানা সাইফুর রহমান, হারুন অর রশীদ, হাবিবুল্লাহ, ফিরোজ হোসেন, মনিরুজ্জামান মজনু খা, শাহিন কবির, নজরুল ইসলাম রাজ, ইব্রাহিম হাওলাদার, রব মোল্লা, মামুন হোসেন জয় ও রিয়াজ হোসেন। মামলা বিবারণে জানা যায়, ২০১৬ সালের ২৪ নভেম্বর রাতে কোতয়ালী থানা পুলিশ গোপন সংবাদে জানতে পারে, নীলগঞ্জ সাহাপাড়ায় জামায়াত-বিএনপি ও শিবিরের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনার উদ্দ্যেশ্যে জড়ো হয়েছে। পুলিশ গভীর রাতে বদরুজ্জামানের নির্মাণাধীণ ভবনের তিলতলায় অভিযান চালায়। এসময় পুলিশের উপিস্থিতি বুঝতে পেরে নেতাকর্মীরা কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পুলিশ ধাওয়া করে বরুজ্জামানকে আটক করে। এ ব্যাপারে এসআই আমিনুর রহমান কোতয়ালী থানায় একটি মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আটক আসামিদের দেয়া তথ্য ও স্বাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকায় ওই ৫২ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা সুকুমার কুন্ডু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here