যশোরে বৃদ্ধ আলী আকবর সাইজীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে মামলা

0
464

বিশেষ প্রতিনিধি : বৃদ্ধ আলী আকবর সাইজী (৭০) কে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগে কোতয়ালি মডেল থানায় বৃহস্পতিবার ২৫ জানুয়ারী অভিযোগ দায়ের করা হয়েছে। বৃদ্ধের বড় স্ত্রী শহরের বেজপাড়া বনানী রোডের মৃত আলী আকবর সাইজীর বড় স্ত্রী ছালেহা বেগম বাদি হয়ে সতীনসহ দু’জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫/৬জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আসামীরা হচ্ছে,সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের মৃত আলী আকবার সাইজীর ছোট স্ত্রী মোছাঃ রিজিয়া বেগম,সদর উপজেলার খোলাডাঙ্গা ধর্মতলা দি স্যাল ভেশন আর্মি ক্লিনিকের পাশে মৃত নিশান দাসের ছেলে পরিতোষ বাউলসহ অজ্ঞাতনামা ৫/৬জন।
বৃহস্পতিবার ২৫ জানুয়ারী দুপুরে ছালেহা বেগম দায়েরকৃত অভিযোগে বলেছেন,গত ১৫ জুলাই রাত সাড়ে ১০ টার পর থেকে তার স্বামী আলী আকবার সাইজীকে ঘর থেকে পাওয়া যাচ্ছে বলে রিজিয়া বেগম ছালেহা বেগমের ছেলেদের মোবাইল ফোনে জানান। পরের দিন রিজিয়া বেগমের জামাতা শহরের ঘোপ নওয়াপাড়া রোডের আসাদুল আলী আকবর সাইজীকে পাওয়া যাচ্ছেনা বলে কোতয়ালি মডেল থানায় সাধারণ ডাইরীভূক্ত করেন। ডাইরী নং ৯৭৫ তারিখঃ১৬/৭/১৭ ইং।অথচ ১৬ আগষ্ট রাত ৯ টায় সদর উপজেলার ভেকুটিয়া মুক্তেশ্বরী নদীর মাঝ থেকে আলী আকবার সাইজীর মরদেহ ডুবুরীও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করে। পরে লাশের ময়না তদন্ত সম্পন্ন করে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়। পরবর্তীতে ভিসারা রিপোর্টে বলা হয়েছে নিহত আলী আকবর সাইজীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ডাকাক্তী রিপোর্টের বুনিয়াদে বড় স্ত্রী ছালেহা বেগম অভিযোগ দায়ের করেন। ছোট বউ রিজিয়া বেগমের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। পরিতোষ বাউল রিজিয়া বেগমের সাথে কথা বার্তা বলার কারণে আলী আকবর সাইজী বাধা নিষেধ করে। এ নিয়ে উভয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। কোতয়ালি মডেল থানা ছালেহা বেগমের অভিযোগ নাম গ্রহন করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here