যশোরে ব্যবসায়ীকে অপহরণকালে এক সন্ত্রাসী অস্ত্রগুলিসহ গ্রেফতার

0
395

বিশেষ প্রতিনিধি : ১লাখ টাকা চাঁদার দাবিতে এক ব্যবসায়ীকে অপহরণের চেষ্টাকালে জনগণ ইয়াছিন নামে এক ছিনতাইকারীকে একটি দেশী তৈরী ওয়ান স্যুটার গান ২ রাউন্ড গুলিসহ ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় মঙ্গলবার কোতয়ালি মডেল থানায় গ্রেফতারকৃত ও পলাতক দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।আসামীরা হচ্ছে, যশোর শহরের শংকরপুর গোলপাতা মসজিদের পাশের ফারুকের ছেলে ইয়াছিন,সদর উপজেলার শ্রীকন্ঠনগর গ্রামের মোশারফ শেখের ছেলে সিরাজুল ইসলামসহ অজ্ঞাতনামা ১জন। এ সময় পুলিশ আসামীদের ব্যবহৃত দু’টি মোটর সাইকেল উদ্ধার করেছে।
যশোর সদর উপজেলার শ্রীকন্ঠ নগর গ্রামের বিনোদ পোদ্দারের ছেলে শ্রী মদন পোদ্দার মঙ্গলবার কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন,তিনি চাঁচড়া চেকপোষ্ট মোড় এলাকায় ট্রাক্টরের পার্টসের ব্যবসা করে। গত সোমবার রাত সোয়া ১০ টায় উক্ত স্থান থেকে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিল। রাত ১০ টা ২৫ মিনিটের সময় মোবারক কাটি এলাকায় পৌছালে ওৎপেতে থাকা ইয়াছিন,সিরাজুলসহ তাদের আরো এক সন্ত্রাসী মোটর সাইকেলের গতিরোধ করে। কোন কিছু বুঝে ওঠার আগেই ইয়াছিন মোটর সাইকেলের পিছনে বসে মদন পোদ্দারের পিছনে অস্ত্র ঠেকিয়ে দেয়। মোটর সাইকেলের সামনে সিরাজুল বসে মোটর সাইকেল চালিয়ে ১লাখ টাকা দাবি করে মুড়োলী মোড় চলন্তিকা পেট্টোল পাম্পের সামনে দিয়ে যাওয়ার সময় মদন পোদ্দার চিৎকার দিলে কাজীপুর গ্রামের আলী মুনসুরসহ স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামীরা মোটর সাইকেল থেকে লাফিয়ে দৌড়ে পালানোর চেষ্টার এক পর্যায় ইয়াছিনকে জনগণ ধরে ফেলে। পরে তার দখল হতে একটি দেশী তৈয়ারী ওয়ান স্যুটারগান ২রাউন্ড গুলি উদ্ধার করে গণধোলাই দিয়ে কোতয়ালি মডেল থানার এসআই আমিনুর রহমানের কাছে সোপর্দ করে। ইয়াছিন তার সহযোগী সিরাজুল ইসলামের নাম প্রকাশ করে। এ সময় ছিনতাইকারীদের ব্যবহৃত দু’টি মোটর সাইকেল পুলিশ উদ্ধার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here