যশোরে হামলা মারপিট ও স্বর্ণালংকর লুটের ঘটনায় মামলা

0
481

বিশেষ প্রতিনিধি : ছোট বাচ্চাদের ঝগড়া বিবাদ কেন্দ্র করে এক পরিবারে হামলা চালিয়ে প্রতিবেশী সন্ত্রাসীরা দুই বোনকে মারপিট পূর্বক তাদের গলায় থাকা স্বর্ণের চেইন ও আংটি ছিনিয়ে নেওয়ার ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। আহত দুই নারীর ভাই সদর উপজেলার বসুন্দিয়া মোড় মৃত মুনসুর ডাক্তারের ছেলে জাহাঙ্গীর হোসেন বাদি হয়ে নারীপুরুষসহ ৬ জনের নাম উল্লেখ করে সোমবার মামলাটি দায়ের করেন। মামলার আসামীরা হচ্ছে,বসুন্দিয়া মোড় আলামিন স্কুলের পিছনের জাফর বিশ্বাসের ছেলে আলমগীর হোসন, একই এলাকার জাফর হোসেনের স্ত্রী মাসুমা, মামুনের স্ত্রী মোছা আশা, আলমগীর হোসেনের স্ত্রী বকুল,জাফর ও জাফরের ছেলে জাকির হোসেন। বাদি তার দায়েরকৃত এজাহারে বলেছেন,তার ছোট বোন ওই এলাকার মাহমুদার ছেলে সাদী (৩) এর আলমগীর হোসেনের ছেলে খালিদ হাসানের খেলা করা নিয়ে রোববার সকাল ১১ টায় ঝগড়া বিবাদ হয়। সাদীতে ধাক্কা মারলে সাদীর মাতা মাহমুদা এসে ছেলেকে কোলে তুলে নিয়ে বিষয়টি মিটিয়ে দেয়। এর পর মাহমুদার বোন মাহবুবা বিকেলে নওয়াপাড়া থেকে বাড়িতে এসে বিষয়টি শুনে তার স্বামীর সাথে মোবাইলে জানালে বিকেল ৫ টায় আলমগীর হোসেন শুনে ক্ষিপ্ত হয়ে আলমগীরসহ অন্যান্যরা ঘরে ঢুকে মারপিট শুরু করে। মাহমুদার ও মাহবুবাকে এলোপাতাড়ীভাবে মারপিট করে তাদের গলায় থাকা ৮ আনা ও হাতের আঙ্গুলে থাকা ৮ আনা ওজনের স্বর্ণের আংটি ছিনিয়ে নিয়ে চুলের মুঠোধরে মারপিট পূর্বক শ্লীলতাহানী ঘটায়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here