যশোরে ব্যাংকে দায়বদ্ধতা গোপন করে ১০ লাখ টাকায় জমি বিক্রির অভিযোগে এক প্রতারক গ্রেফতার

0
365

বিশেষ প্রতিনিধি : ব্যাংকের কাছে দায়বদ্ধতা গোপন করে সম্পতি বিক্রি করার প্রলোভন দেখিয়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ শাহাব উদ্দিন (৭০) এক ব্যক্তিকে গ্রেফতার করেছে । সে বেনাপোল পোর্ট থানাস্থ বাহাদুরপুর গ্রামের বাসিন্দা। ঘটনাটি যশোর বেনাপোল পোর্ট থানার অর্ন্তগত বাহাদুরপুর গ্রামে। ইতিপূর্বে এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় ঢাকার মতিঝিল থানাস্থ হাসনাহেলা কনকর্ড ৬/সি নম্বর ফ্ল্যাটের বাসিন্দা নাসির উদ্দিন মামলা করেন । এই মামলার অপর আসামি তার সহোদর আলিমুদ্দিন (৬৫)।
নাসির উদ্দিন গত ২৫ অক্টোবর বেনাপোল পোর্ট থানায় দায়েরকৃত এজাহারে উল্লেখ করেন, আসামিদ্বয়ের বাহাদুরপুর মৌজায় ধানের চাতালসহ ১.৬৬ শতক জমি আছে। উক্ত জমি শাহাবউদ্দিন বিক্রি করার ঘোষণা দিলে নাসির উদ্দিন ক্রয়ের ইচ্ছা পোষন করেন। নাসির উদ্দিনের শ্বশুরবাড়ি বাহাদুরপুরে হওয়ার সুবাদে তিনি যোগাযোগ করেন। উভয় পক্ষের মধ্যে জমিটি কেনাবেচার জন্য এক কোটি টাকা চুক্তি হয়। নাসির উদ্দিন তার শ্বশুর ফরিদ আহমেদের বাড়িতে বসে বায়না স্বরুপ শাহাব উদ্দিন ও তার ভাই আলিমুদ্দিনের কাছে ১০ লাখ টাকা দেন । এক মাসের মধ্যে জমিটি রেজিস্ট্রি করে দেয়ার কথা থাকলেও তা দিতে পারেননি দুই সহোদর। পরে নাসির উদ্দিন খোঁজ খবর নিয়ে জানতে পারেন, বায়নাকৃত ওই ১. ৬৬ শতক জমিটি ঢাকা সাভার থানাস্থ জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় অগ্রণী ব্যাংক শাখায় দায়বদ্ধ। বিষয়টি জানতে পেরে শাহাব উদ্দিন দুই সহোদরের কাছে বায়নার ১০ লাখ টাকা ফেরত চান। টাকা ফেরত না দিয়ে দুই সহোদর কাল সময়ক্ষেপন করেন। এক পর্যায় তারা টাকা ফেরত দিতে অস্বীকার করেন। প্রতারনার মাধ্যমে দুই ভাই ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নাসির উদ্দিন বেনাপোল পোর্ট থানায় একটি মামলা করেন। এই মামলা আসামি শাহাব উদ্দিনকে ঢাকার আদাবর থানাস্থ পিসি কালচার হাউজিং এলাকা থেকে গত শুক্রবার গ্রেফতার করে । পরে শনিবার যশোর আদালতে সোপর্দ করে। অপর আসামী শাহাব উদ্দিনের সহোদর আলিমুদ্দিন পলাতক রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here