যশোরে ভেজাল দস্তাসার উৎপাদনে এক যুবক কোটিপতি

0
361

এম আর রকি : যশোর অঞ্চলে ভেজাল সার উৎপাদন ও সরবরাহের মাধ্যমে একটি সিন্ডিকেট কোটিপতি বনে গেছেন। নিজেদের কোটিপতির তালিকায় তুলতে দেশের উত্তর অঞ্চলের জমি ধ্বংস করতে সিন্ডিকেট গুলো সক্রিয়। এমনকি সিন্ডিকেটের একজন বিগত দেড় যুগে জিরো থেকে হিরো বনে গেছেন। অপরজন ভেজাল দস্তাসার সরবরাহের পাশাপাশি শ^শুরের জায়গায় মুরগীর ফার্ম করছে বলে খবর পাওয়া গেছে।
বিভিন্ন সূত্রগুলো বলেছেন,যশোর সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামের বাসিন্দা রাজু আহম্মেদ জিরো থেকে হিরো বনে যাওয়ার পিছনে বেরিয়ে এসেছে নানা অজানা কাহিনী। এ আর এগ্রো কেমিক্যাল ইন্ড্রাষ্টিজ নামক সার কারখানা তার ভাগ্যকে বলিয়ে এখন কোটিপতির কাতারে অবস্থান করছেন। তিনি জিংক সালফেড বিভিন্ন ব্রান্ডের হেফটায় যে মানের শতাংশ ব্যবহার করার কথা। তা ব্যবহার না করে সম্পূর্ন ভেজাল করে বিভিন্ন নামীদামী কোম্পানীর মোড়কে এআর এগ্রো কেমিক্যালের তৈরী দস্তাসার ঢুকিয়ে বাজারজাত করে আজ সে কোটিপতি বনে গেছেন। সূত্রগুলো দাবি করেছেন, রাজু আহম্মেদ বিগত ১৯৯৭ সালের শেষের দিকে যশোর শহরের ঘোপ জেলরোড বেলতলার একটি সারের দোকানে কর্মচারী হিসেবে নিজেকে নিয়োজিত করে জনৈক ব্যক্তির সাথে ভেজাল দস্তাসার ব্যবসার জন্য নিজের জমি ব্যবহার শুরু করেন। তিনি ভেজাল দস্তাসার উৎপাদন করতে যে সরাঞ্জাম দরকার সে গুলো আস্তে আস্তে তুলে নিজের প্রতিষ্ঠানে সম্পূর্ন ভেজাল দস্তাসার তৈরী করতে শুরু করে। তিনি জিরো থেকে হিরো বনে যান। সূত্রগুলো বলেছেন,এআর এগ্রো কেমিক্যাল নামক সার কারখানার বৈধ কাগজপত্র নিয়ে দেখা দিয়েছে নানা গুঞ্জন। ভেজাল দস্তাসার উৎপাদনে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র আছে বলে মনে হয়না। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া গ্রামের মানুষের শরীরের ক্ষতি কারক এসিড জ¦ালিয়ে অপরিকল্পিতভাবে সার উৎপাদন করা হচ্ছে। ভেজাল দস্তাসার তৈরীর জন্য যে কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে তাতে গ্রাম্য পরিবেশের ভারসাম্য হুমকীর মুখে পড়ছে বলে সূত্রগুলো দাবি করেছেন। রাজু আহম্মেদ এআর এগ্রো কেমিক্যাল প্রতিষ্ঠানে উৎপাদিক ভেজাল দস্তাসার নিজের প্রতিষ্ঠানের নামের মোড়কের পাশাপাশি বিভিন্ন নামীদামী কোম্পানীর মোড়কে ঢুকিয়ে নিজের দু’টি পিকআপের মাধ্যমে দেশের বিভিন্ন জেলা শহরে সরবরাহ করছে। সূত্রগুলো বলেছেন,রাজু আহম্মেদ তার উৎপাদিক ভেজাল দস্তাসার তার কারখানা থেকে কতিপয় সরবরাহকারীদের কাছে বিক্রি করছে। এক্ষেত্রে সরবরাহকারীদের তালিকায় শীর্ষে রয়েছে মহিউদ্দিন নামে এক যুবক। সে সদর উপজেলার সাহাপুর আড়পাড়ায় শ^শুরের সার কারখানার হাল ধরে বর্তমানে সে উক্ত কার খানার পাশে নিজে একটি মুরগীর ফার্ম দিচ্ছে। মূল তার ব্যবসা ভেজাল দস্তাসার সরবরাহ। পাশাপাশি মুরগীর ফার্মের আড়ালে সে বিভিন্ন উৎপাদিত ভেজাল দস্তাসার মোবাইলের মাধ্যমে চুক্তি করে বিভিন্ন যানবাহনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলা শহরে সরবরাহ করছেন। ভেজাল দস্তাসার বেচাকেনার ব্যবসা অতি লাভজনক হওয়ায় সে এই ব্যবসা জনগনের কাছে আড়াল করতে পোল্ট্রি মুরগীর ব্যবসাকে সামনে আনতে নানা কৌশল অবলম্বন করছে বলে সূত্রগুলো দাবি করেছেন। রাজু আহম্মেদ ভেজাল দস্তাসারের কারখানা খুলে জিরো থেকে হিরো বনে গিয়ে শহরের আরএনরোডস্থ দক্ষিণ পাশের নলডাঙ্গা রোডস্থ এলাকায় কোট টাকা মূল্যের বাড়ির মালিক বনে গেছেন। তাছাড়া,যশোর শহরে তার দু’টি বাড়িসহ ঘুরুলিয়া এলাকায় বেশ কয়েক বিঘা জমি রয়েছেন। এ ব্যাপারে তার কাছে জানতে চাইলে তিনি বলেন তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। তাছাড়া,তার ব্যবসার সকল অনুমতি রয়েছে। মহিউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন,সারের ব্যবসা তিনি করেন না। তাছাড়া, শ^াশুরীর জায়গায় তিনি একটি মুরগীফার্ম দিতে কাজ করছেন। অবিলম্বে এআর এগ্রো কেমিক্যাল ইন্ড্রাষ্টিজ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ও সরবরাহকারী মহিউদ্দিনেরন গতি বিধির উপর নজর রাখতে সংশ্লিষ্ট এলাকাবাসী পুলিশ প্রশাসনসহ আইন প্রয়োগকারী সংস্থার আশুহস্তক্ষেপ কামনা করেছেন।