যশোরে ভৈরন নদ দখল মুক্ত করতে শতাধিক স্থাপনা বুলডোজার এক্সেভেটর দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে

0
405

বিশেষ প্রতিনিধি : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার সকাল থেকে যশোর জেলা প্রশাসনের আয়োজনে বুলডোজার এস্কেভেটর দিয়ে ভৈরব নদ অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। সকাল আনুমানিক ৯ টা থেকে শহরের প্রাণ কেন্দ্র দড়াটানা ভৈরব চত্ত্বর থেকে উচ্ছেদ অভিযান শুরু করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট গন। এর আগে ভৈরব নদীর জায়গা চিহ্নিত করনে মাপঝোপ সম্পূর্ন করা হয়। সকাল থেকে ভৈরব নদের দড়াটানা ব্রীজের উত্তর পূর্ব ও পশ্চিম এবং দক্ষিণ পূর্ব পশ্চিম অংশে ভৈরব নদ দখল করে র্দীঘদিন ব্যবসা করা স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। শহরের দড়াটানা ভৈরব চত্বর থেকে পশ্চিম দিকে গরীবশাহ মাজার ছাড়িয়ে জেলা সাবেক মুক্তিযোদ্ধা সংসদ ভবনের অদূরে ভৈরব নদীর দক্ষিণ পাশ এক্সেভেটর ও বুলডোজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ অব্যাহত রাখা হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের শুরুতে অর্ধশতাদিক লাইব্রেরীসহ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান যা ভৈরব নদ দখল করে র্দীঘদিন যাবত ব্যবসা করে আসছিল। এসব অবৈধ দখলদারিদের কারনে আজ ভৈরব নদ তার আকার হারাতে বসাচ্ছিল। দিনদিন অবৈধ দখলদারদের দৌরাত্ম্য এমন পর্যায় পৌছে যাচ্ছিল আগামী কয়েক যুগে ভৈরব তার অস্থিত্ব হারাতে বসাতো। অবৈধ উচ্ছেদের ফলে প্রায় কয়েক হাজার পরিবার পড়েছে মহা সমস্যায়। অপর দিকে, ভৈরব নদ দখলকারীদের উচ্ছেদ করায় যশোরের সচেতন নাগরিক সমাজ জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here