যশোরে মাছ কাটা নিয়ে স্বামী শ্বাসরোধ করে হত্যা করলো স্ত্রীকে পাষান্ডস্বামী গ্রেফতার

0
680

বিশেষ প্রতিনিধি : মাছ কাটাকে কেন্দ্র করে সামান্য বিষয় নিয়ে পাষান্ড স্বামী রিপন হোসেন তার স্ত্রী দুই সন্তানের জননী ফাতেমা বেগম (৩৭) কে গলায় টিপে হত্যা করেছে। ঘটনাটি যশোর সদর উপজেলার বিজয়নগর মোল্যা পাড়ায়। পুলিশ পাষান্ড স্বামী রিপন হোসেনকে গ্রেফতার করেছে। সে সদর উপজেলার চুড়ামনকাটি কুটিপাড়ার বর্তমানে বিজয়নগর মোল্যা পাড়ার আব্দুল খালেক মোল্যার ছেলে। এ ঘটনায় নিহত বধূর ভাই শাহজাহান মোল্যা বাদি হয়ে বোন জামাইয়ের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
যশোর সদর উপজেলার ডাকাতিয়া মধ্যপাড়ার মৃত নুর আলীর ছেলে শাহাজাহান মোল্যা সোমবার ২ জুলাই কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন,তার বোমা ফাতেমা বেগমের সাথে ১৯ বছর আগে রিপন হোসেনের বিয়ে হয়। বিয়ের পর ফাতেমা বেগম রিপন হোসেনের ঔরশে দুই মেয়ের জননী হন। বিয়ের পর থেকে রিপন হোসেন সাংসারিক বিষয় নিয়ে স্ত্রী ফাতেমা বেগমকে মারপিট করতো। ১ জুলাই দিবাগত গভীর রাত ১ টায় রিপন হোসেন বুড়ি ভৈরব নদী থেকে মাছ মেরে বাড়িতে যায়। ঘুমন্ত স্ত্রী ফাতেমা বেগমকে ডেকে মাছ কাটতে বলে। ঘুমিয়ে থাকা স্ত্রী ফাতেমা স্বামীর কথা মতো ওই রাতে মাছ কাটতে শুরু করে। মাছ কাটার এক পর্যায় সামান্য বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। রিপন হোসেন স্ত্রী ফাতেমা বেগমের উপর ক্ষিপ্ত হয়ে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার ব্যাপারে রিপন হোসেনের প্রতিবেশী হারুন রাত ২ টায় শাহাজাহান মোল্যার ভাগ্নে সোহেল রানার নাম্বারে ফোন করে জানায়। ওই রাতে শাহাজাহান মোল্যা,ভাগ্নে সোহেল রানা ও নিকটতম আত্মীয় স্বজন উক্ত রিপন হোসেনের বাড়িতে গিয়ে বারান্দায় ফাতেমা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখে। পরে থানায় খবর দিলে থানা থেকে পুলিশ এসে লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। ঘটনাস্থল থেকে পাষান্ড স্বামী রিপন হোসেনকে কোতয়ালি মডেল থানার এসআই নজরুল ইসলাম গ্রেফতার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here