যশোরে মাছ ব্যবসায়ীকে চাঁদার দাবিতে অপহরণ পূর্ব টাকা লুট অস্ত্রগুলিসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

0
381

বিশেষ প্রতিনিধি: যশোর বেনাপোল সড়কের চাঁচড়া চেকপোষ্ট মোড় থেকে এক মাছ ব্যবসায়ীর কাছে চাঁদাদাবি করে মাইক্রোবাসে তুলে একটি কক্ষে আটকে মুক্তিপণ ৫ লাখ টাকা দাবি করে নগদ ৮৫হাজার ৫শ’ টাকা ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় পুলিশ অপহৃতা মাছ ব্যবসায়ীকে উদ্ধার ও দুই চাঁদাবাজকে অস্ত্রগুলিসহ গ্রেফতার করেছে।এরা হচ্ছে, যশোর সদর উপজেলার মাহিদিয়া মধ্যপাড়ার মৃত মুন্তাজ আলী সরদারের ছেলে সিরাজুল ইসলাম বাশার,যশোরের কেশবপুর উপজেলার আতেন্ডা সরদার পাড়ার মৃত ফকির সরদারের ছেলে বুলবুল সরদার। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় দু’টি মামলা দায়ের করা হয়েছে।
সাতক্ষীরা জেলার তালা উপজেলার হরিহর নগর গ্রামের মৃত আব্দুল করিম সরদারের ছেলে রোকনুজ্জামান বাদি হয়ে কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন, তার আপন ভাই সেলিম রেজা (৪৫) মাছের ব্যবসা করে। গত ২৭ আগষ্ট রোববার সেলিম রেজা শহরের চাঁচড়া চেকপোষ্ট মোড়ে অবস্থান কালে সিরাজুল ইসলাম বাশার ও বুলবুল সরদারসহ অজ্ঞাতনামা ২/৩জন তার কাছে ৫লাখ টাকা চাঁদাদাবি করে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তার পকেট হতে মাছের নগদ ৮৫ হাজার ৫শ’ টাকা ছিনিয়ে সাদা মাইক্রোবাসের তুলে মাহিদিয়া গ্রামে নিয়ে যায়। চাঁদাবাজ ও অপহরণকারীরা সেলিম রেজার মোবাইল থেকে সেলিম রেজার মাধ্যমে রোকনুজ্জামানের মোবাইল ফোনে ফোন করে মুক্তিপণ ৫লাখ টাকা দাবি করে। রোকনুজ্জামান বিষয়টি কোতয়ালি মডেল থানায় এজাহার দায়ের করে। থানার এসআই বাবুন চন্দ্র বিশ্বাসসহ একদল পুলিশ সোমবার রাতে মাহিদিয়া গ্রামে অভিযান চালায়। এ সময় রাত ১১টা ৪১ মিনিটে মাহিদিয়া মধ্যপাড়া গ্রামের মদিনাতুল উলুম কওমী মাদ্রাসার দক্ষিণ পাশে জনৈক ওহেদ ডাক্তারের বাগানের মধ্যে থেকে সিরাজুল ইসলাম বাশার ও বুলবুলকে গ্রেফতার করে। এ সময় তাদের অজ্ঞাতনামা ২/৩জন সহযোগী দ্রুত পালিয়ে যায়। তাদের দখল হতে অপহৃতা সেলিম রেজাকে উদ্ধার করে ও সন্ত্রাসী চাঁদাবাজের দখলে থাকা একটি ওয়ান স্যুটারগান ও ২রাউন্ড গুলি উদ্ধার করে। এ ঘটনায় চাঁদাবাজি ও অস্ত্র আইনে দু’টি মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here