যশোরে মুক্তিযুদ্ধের সংগঠক জাসদ সভাপতি মন্ডলীর সদস্য কাজী আরেফ আহমেদ সহ ৫ শহীদের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত

0
717

নিজস্ব প্রতিবেদক : যশোরে মুক্তিযুদ্ধের সংগঠক জাসদ সভাপতি মন্ডলীর সদস্য কাজী আরেফ আহমেদ সহ ৫ শহীদের মৃত্যুবার্ষিকী পালন হয়েছে। গতকাল যশোর জেলা জাসদ এদিনে দলীয় কার্যালয়ে স্মরণ সভার আয়োজন করে। জেলা জাসদের সহ-সভাপতি লোকমান আলীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কার্যকরী সভাপতি ও জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রবিউল আলম। বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অশোক রায়, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সহ-সভাপতি আহসান উল্লাহ ময়না, শরীফ আহমেদ মানিক ও সিরাজুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চলনা করেন শরীফ আহমেদ বাপী।
এ সময় প্রধান অতিথি বলেন, আরেফ ছিলেন স্বাধীন বাংলা নিউক্লিয়াসের অন্যতম সদস্য। স্বাধীনতার অন্যতম স্বপ্নদ্রষ্টা। ১৯৯৯ সালে কুষ্টিয়ার কালিদাসপুরে দুঃষ্কৃতকারীরা এ সমাবেশে তাকে সহ ৫ জাসদ নেতাকে গুলি করে হত্যা করে। তিনি হত্যাকারীদের উপযুক্ত বিচারের দাবি করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here