যশোরে যুবলীগের সাবেক এক নেতাকে হত্যা প্রচেষ্টার অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা

0
381

বিশেষ প্রতিনিধি : যশোরে আওয়ামীলীগের ক্যাডার নামে খ্যাত টাক ইব্রাহিম ও ট্যারা সুজনের বিরুদ্ধে যুবলীগের এক নেতাকে হত্যা প্রচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মিজানুর রহমান মিঠু নামে যুবলীগের নেতা বাদি হয়ে কোতয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন। তিনি শনিবার রাতে টাক ইব্রাহিম ও ট্যারা সুজনসহ ৪জনকে আসামি করেছেন। তিনি যশোর শহরের বকচর মসজিদ পাড়ার মৃত শেখ ওমর আলীর ছেলে। আসামী টাক ইব্রাহিম শহরতলী নীলগঞ্জ মোড় এলাকার মোঃ মুছার ছেলে ও ট্যারা সুজন শহরের বকচর কোল্ড ষ্টোর মোড়ের জিন্নাত আলীর ছেলে। মিঠুর দায়েরকৃত মামলার অপর দুই আসামীরা হচ্ছে, নীলগঞ্জ তাঁতীপাড়ার ইউসুফ আলীর ছেলে শাহিন ও মোঃ ইকরামের ছেলে পারভেজ।
মিজানুর রহমান মিঠু পৌর সভার ৯ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন বলে এজাহারে উল্লেখ করেছেন। গত বছর ২৯ ডিসেম্বও রাত সোয়া ১২ টায় শহরর বকচর ষষ্টিতলা পাড়ায় তাকে মেয়ে উল্লেখিত সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে চাইনিজ কুড়াল ও দা দিয়ে কুপিয়ে গুরুতর জখমর করে। স্থানীয় পুলিশিং কমিটির অফিসের ভিতর ঢুকে সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে।আসামীদের অপরাধ মূলক কর্মকান্ডের প্রতিবাদ করায় তার উপর হামলা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here