যশোরে রোহিঙ্গা সন্দেহে মা মেয়ে পুলিশের হেফাজতে

0
395

বিশেষ প্রতিনিধিা : রোববার দুপুরে যশোর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সামনে থেকে রোহিঙ্গা সন্দেহ স্থানীয় লোকজন মা মেয়েকে ধরে দায়িত্বরত পুলিশের কাছে হস্তান্তর করেছে। এরা হচ্ছে, রিনা (২০) ও আয়েশা (৬৮)।বর্তমানে এরা যশোর কোতয়ালি মডেল থানা পুলিশের হেফাজতে রেয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
কোতয়ালি মডেল থানা সূত্রে জানাগেছে,রোববার মোবাইল -১২ ডিউটিরত এএসআই আজাহারুল ইসলাম বেতার বার্তার মাধ্যমে খবর পেয়ে যশোর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে কর্মরত পুলিশের হেফাজত থেকে মেয়ে রিনা ও মা আয়েশাকে হেফাজতে নেন। রিনা পুলিশ ও সাংবাদিকদের জিজ্ঞাসাকালে জানান,তারা কক্সবাজার এলাকার বাসিন্দা। তার পিতার নাম সিদ্দিক। তিনি বেঁচে নাই। তার মা আয়েশার চিকিৎসার জন্য ভারতে যেতে হলে পাসপোর্ট প্রয়োজন। তারা দালালের মাধ্যমে পাসপোর্ট করতে অত্র দপ্তরের উদ্দেশ্যে আসেন। রোববার দুপুরে মা মেয়ে যশোর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সামনে ঘোরাফেরা করার সময় তাদের কথা বার্তা ও গতিবিধি সন্দেহ হলে তাদেরকে ধরে পাসপোর্ট কার্যালয়ে কর্মরত পুলিশের কাছে সোপর্দ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here