যশোরে যৌতুকের কারনে সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মনীষা আহত ॥ স্বামী গ্রেপ্তার

0
295

বিশেষ প্রতিনিধি : যৌতুকের ৫লাখ টাকা জন্য মারপিটের শিকার হয়েছে যশোর শহরের নাজির শংকরপুরস্থ সরকারি শিশু পরিবার (বালিকা) উপ-তত্ত্বাবধায়ক শান্তা শ্যামলী মনীষা (৩৪)। এই ঘটনায় তিনি স্বামী কিংশুক ভাষ্করের (৪৩) বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন।
মণিরামপুর উপজেলার ভোজগাতী গ্রামের আব্দুল খালেক মনির মেয়ে ও যশোর শহরের নাজির শংকরপুর সরকারী শিশু পরিবার বালিকা উপ-তত্বাবধায়ক মনীষা বাদি হয়ে তার দায়েরকৃত এজাহারে উল্লেখ করেছেন, যশোরের ঝিকরগাছা উপজেলার বাইশা গ্রামের দাউদ হোসেনের ছেলে কিংশুক ভাষ্করের সাথে তার ১২ বছর আগে বিয়ে হয়। তিনি শংকরপুরস্থ সরকারি শিশু পরিবারের কোয়াটারে বসবাস করেন। বিয়ের কিছুদিন পর থেকে নানা ভাবে শারীরিক ও মানষিক নির্যাতন করতে থাকে। কিংশুক মনীষাকে তার পিতার বাড়ি থেকে ৫ লাখ টাকা যৌতুক এনে দিতে বলে। তিনি দিতে রাজি না হওয়ায় গত ২ এপ্রিল সকাল সাড়ে ১০টায় তার সরকারী কোয়াটারে তাকে মারপিট করে। তার নাকে ও মুখে আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে কিংশুক তাকে ছেড়ে দিয়ে চলে যায়। পরে তিনি যশোর ২৫০ শয্যা হাসপাতালে এসে চিকিৎসা গ্রহন করেন। পরে কিছুটা সুস্থ্য হয়ে কোতয়ালি থানায় মামলা করেন। পুলিশ যৌতুক লোভী স্বামী কিংশুককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছেন।