যশোরে যৌতুকের জন্য গৃহবধূ সাবিনা খাতুনকে হত্যার অভিযোগে মামলা, স্বামী গ্রেফতার

0
413


বিশেষ প্রতিনিধি : যৌতুকের জন্য গৃহবধূ সাবিনা (২৫)কে পিটিয়ে হত্যার ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ১৮ ফেব্রুয়ারী মামলাটি দায়ের করেন, যশোরের ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে ও গৃহবধূর পিতা শামসুর রহমান বাদি হয়ে জামাতা,তার শ্বশুর ও শাশুরীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। পুলিশ যৌতুক লোভী শিমুল মোল্যাকে গ্রেফতার করেছে। আসামীরা হচ্ছে, যশোর সদর উপজেলার কমলাপুর দক্ষিণ পাড়ার সিদ্দিক মোল্যার ছেলে শিমুল মোল্যা, তার পিতা সিদ্দিক মোল্যা ও মাতা মোছা হাসিনা বেগম।
শামসুর রহমান বাদি হয়ে দায়েরকৃত এজাহারে বলেছেন, বিগত ৪ বছর পূর্বে তার মেয়ে সাবিনা খাতুনের সাথে শিমুল মোল্যার বিয়ে হয়। বিয়ের পর জামাতা শিমুলের যৌতুকের নির্যাতনের মুখে সংসারে সুখের জন্য সাবিনা খাতুনের ঘরে আসবাবপত্রসহ ৫০ হাজার টাকা মালামাল প্রদান করে। এর পর পুনরায় ৫০ হাজার টাকা যৌতুকের জন্য গত বছর ৭ জুলাই বিকেল সাড়ে ৫ টায় শিমুল মোল্যা তার পিতা ও মাতার প্ররোচনায় সাবিনাকে মারপিট করে। সাবিনার অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখানে তাকে মৃত বলে ঘোষনা করে। এ ঘটনায় ঘটনার দিবাগত রাত ৯ টায় শিমুল মোল্যার বোন জামাই মোবাইল ফোনের মাধ্যমে সাবিনা খাতুনের মাতা লাইলী বেগমকে মৃত্যুর সংবাদ জানায়। তারা উক্ত বাড়িতে এসে দেখেন সাবিনা খাতুনের মরদেহ পড়ে যাছে। সাবিনা খাতুনের শরীরে বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ন রয়েছে। সাবিনা খাতুনের লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে ময়না তদন্ত সম্পন্নর পর তার শরীরে আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রতিয়মান হয়। সোমবার ১৮ ফেব্রুয়ারী সাজিয়ালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সুকুমার কুন্ডু শিমুল মোল্যাকে গ্রেফতার করে।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here