যশোরে রোটারীর নতুন বর্ষের যাত্রা শুরু

0
332

বিশেষ প্রতিনিধি : সেবা স্বার্থের উর্দ্ধে, সেই সর্বোত্তম-যে সর্বশ্রেষ্ঠ সেবা দিবে এ মন্ত্রে দিক্ষিত হয়ে রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক-৩২৮১ (যশোর অঞ্চল) -এর নতুন রোটাবর্ষ-২০১৮-১৯ এর যাত্রা ১ জুলাই থেকে শুরু হয়েছে। নতুন এ রোটাবর্ষের সেবামূলক কর্মসূচি তুলে ধরে বৃহস্পতিবার (৫ জুলাই) সকাল ১১টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলন করে রোটারী যশোর জোন-১০।
সংবাদ সম্মেলনের মাধ্যমে যশোর জোনের ৯টি রোটারী ক্লাব তাদের বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি তুলে ধরে। মূল বক্তব্য উপস্থাপন করেন রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক-৩২৮১ বাংলাদেশ যশোর অঞ্চলের জোন কো-অডিনেটর পিপি গিয়াজ উদ্দিন খান ডালু।
এ সময় বক্তৃতা করেন প্রেসক্লাব যশোরের সভাপতি ও রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক-৩২৮১-এ ডেপুটি গর্ভণর রোটারিয়ান পিপি জাহিদ হাসান টুকুন, জোন অ্যাডভাইজার পিপি এজেডএম সালেক, অ্যাসিটেন্ট গভর্ণর পিপি জাহিদ আহম্মেদ লিটন, ইস্ট ক্লাবের পিপি শেখ মো. আসাদুজ্জামান, রোটারী ক্লাব অব যশোর ইস্টের সভাপতি একেএম ডা. কামরুল ইসলাম বেনু, রূপান্তরের সভাপতি আসাদুজ্জামান লিটন, মিডসিটি ক্লাবের পিপি মুরাদ হোসেন, অভয়নগর ক্লাবের সভাপতি প্রিয়ব্রত ঘোষ লিটন ও যশোর সেন্ট্রালের সেক্রেটারি মোলায়মান মহী সবুজ।
আরও অংশ নেন, জোনের ট্রেইনার আমিরুল ইসলাম শাহীন, পিডিআরআর ও পিপি রোটারিয়ান ফজলে রাব্বী মোপাসা, পিপি কাজী সাদাত শাহরিয়ার পলাশ, আব্দুল আলীম, চৌধুরী আশরাফুল ইসলাম মিলন, মোস্তফা আলী প্রমুখ।
এদিকে নতুন রোটবর্ষকে স্বাগত জানিয়ে শুক্রবার সকাল ৯ টায় জেলা পরিষদ মিলনায়তনে সামনে থেকে ইয়ার লনচিং শোভাযাত্রা বের হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here