যশোর কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জের শুন্য পদ পূরণ হচ্ছে

0
560

চেইন অব কমান্ড নড়বড়ের ফলে অপরাধীরা মাথা চাড়া দিয়ে উঠেছে
এম আর রকি : গত ৭ জুন থেকে যশোর কোতয়ালি মডেল থানা অফিসার ইনচার্জ পদটি শুন্য অবস্থায় রয়েছে। অফিসার ইনচার্জ শুন্য থাকায় কোতয়ালি মডেল থানার চেইন অব কমান্ড নড়বড়ে অবস্থায় চলে যাওয়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে। থানার পুলিশ পরিদর্শক তদন্ত আবুল বাশার মিয়া অফিসার ইনচার্জ হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করলেও অপরাধী গ্রেফতারে তেমন কোন ভূমিকা পরিলক্ষিত হচ্ছে না। যার ফলে কোতয়ালি মডেল থানা এলাকায় সাজাপ্রাপ্ত জিআর,সিআর ও ওয়ারেন্টের আসামীরা বুক ফুলিয়ে চলছে। তবে আজ অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহন করছেন বেনাপোল পোর্ট থানায় অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত পুলিশ পরিদর্শক অপূর্ব হাসান। ইতিমধ্যে কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ সরকারী বাস ভবন ধোয় মুছা করে রং করা হয়েছে।
কোতয়ালি মডেল থানার নির্ভরযোগ্য সূত্রগুলো জানিয়েছেন, গত ২৭ মে কোতয়ালি মডেল থানায় কর্মরত অফিসার ইনচার্জ একেএম আজমল হুদাকে পুলিশ হেড কোর্য়াটার্স বদলীর আদেশ দেন। বদলীর আদেশ পেয়ে তিনি ৭ জুন থানার অফিসার ইনচার্জের দায়িত্ব কোতয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক অপারেশন সামসুদ্দোহার কাছে বুঝে দেন। সামসুদ্দোহার কাছে অফিসার ইনচার্জের দায়িত্ব বুঝে দিয়ে পরের দিন একেএম আজমল হুদা সরকারী বাসভবন ছেড়ে বদলীকৃত স্থানে খুলনা মেট্টোপলিটন পুলিশের ইউনিটে যোগদান করে। পুলিশ সুপার আনিসুর রহমান সামসুদ্দোহাকে অফিসার ইনচার্জের দায়িত্ব পুলিশ পরিদর্শক তদন্ত আবুল বাশার মিয়ার কাছে হস্তান্তরের নির্দেশ দেন। সামসুদ্দোহা পুলিশ সুপারের নির্দেশে পুলিশ পরিদর্শক তদন্ত আবুল বাশার মিয়ার কাছে অফিসার ইনচার্জ দায়িত্ব হস্তান্তর করেন। ১২ জুন থেকে আবুল বাশার মিয়া অতিরিক্ত হিসেবে কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ দায়িত্ব পালনে ২০ জুন ভোর রাতে শহরের রেলরোডস্থ আদ-দ্বীন হাসপাতালের অদূরে বিমান বাহিনীর অডিটর চন্দন কুমার ঘোষ ছিনতাইকারীদের ছুরিকাঘাতে খুন হন। একদিন পর ২২ জুন রাতে শহরের ঘোপ সেন্ট্রাল রোডস্থ আঞ্চলিক যুবলীগ কার্যালয়ের ভিতরে ঢুকে চিহ্নিত সন্ত্রাসী সাবেক যুবলীগের সহ সাধারণ সম্পাদক আরাফাত মুনাফ লিটনকে শরীরের বিভিন্ন স্থানে ১৬টি ছুরিকাহত করে। ওই রাতের ভোরে ঢাকায় নেওয়ার পথে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পূর্বে লিটন মারা যায়। এছাড়া, শহরে ছুরিকাঘাতসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের ঘটনা ঘটছে। সূত্রগুলো বলেছে, কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদাকে বদলীর এক সপ্তা পর বেনাপোল পোর্ট থানায় কর্মরত অফিসার ইনচার্জ অপূর্ব হাসানকে কোতয়ালি মডেল থানায় শুন্য পদে বদলীর আদেশ দেন পুলিশের উধ্বর্তন কর্তৃপক্ষ। অপূর্ব হাসানকে বদলীর আদেশ দেওয়া হলেও তিনি যোগদান না করায় থানার চেইন অব কমান্ড নড়বড়ে অবস্থায় চলে যায়। পুলিশ পরিদর্শক তদন্ত আবুল বাশার মিয়া থানার শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনতে হিমশিম থেকে শুরু করেন। থানার চেইন অব কমান্ড এমন পর্যায় চলে যায় থানার হাজত রেজিষ্ট্রারে সাজাপ্রাপ্ত জিআর,সিআর আসামী গ্রেফতারে শুন্য অবস্থা দেখা দেয়। ওয়ারেন্টের আসামী থেকে যায় পুলিশের ধরা ছোয়ার বাইরে। অপরাধ প্রবনতা দিন দিন বৃদ্ধি পেতে থাকে। গত মাস পর্যন্ত কোতয়ালি মডেল থানায় তিন শতাধিক সাজা ওয়ারেন্ট মুলতবী রয়েছে। গ্রেফতারী জিআর ও সিআর ওয়ারেন্ট মুলতবী রয়েছে প্রায় সাত শতাধিক। দিন দিন ওয়ারেন্টের বোঝা বেড়ে যাচ্ছে। গ্রেফতার এড়িয়ে অপরাধীরা নানা অপরাধ মূলক কর্মকান্ড ঘটিয়ে যাচ্ছে। পুলিশ মাদক সেবনকারীর পিছনে ছুটছে বলে সূত্রগুলো দাবি করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here