যশোরে র‌্যাব-৬ কর্তৃক পিকবহনকারী তিনশ’ সাত বোতল ফেনসিডিলসহ গ্রেফতার দুই

0
459

বিশেষ প্রতিনিধি : র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা বুধবার সকালে বেনাপোল সড়কের যশোর সদর উপজেলার পুলেরহাট মেসার্স আকিজ পেট্টোলিয়াম তেল পাম্পের সামনে থেকে একটি পিকআপ থামিয়ে ৩শ’ ৭ বোতল ফেনসিডিল জব্দ করেছে। এ সময় পিকআপে থাকা চালকসহ দু’জনকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে,পিকআপ চালক ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার রসুলপুর গ্রামের বর্তমানে যশোরের শার্শা কন্যাদাহ গ্রামের মৃত ফরর আলী ফকিরের ছেলে আলামিন ও ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার কমলাপুর গ্রামের আব্দুল কাদের মন্ডলের ছেলে শামীম।
র‌্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানাগেছে,বুধবার ৪ জুলাই সকালে গোপন সূত্রে খবর পান বেনাপোল থেকে একটি পিকআপ যোগে ফেনসিডিল পাচার হয়ে যশোর শহরের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১০ টায় উক্ত স্থানে পিকআপটিকে থামানোর সংকেত দিলে পিকআপটি থামায়। এ সময় পিকআপে থাকা দু’জন দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে পিক আপের মধ্যে থাকা ৩০টি প্যাকেটে ৩শ’ বোতল ও খোলা ৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীরা র‌্যাবের স্বীকার করে ফেনসিডিলের মালিক বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর গ্রামের আলম। গ্রেফতারকৃত দু’জন পিকআপ কোতয়ালি মডেল থানায় হাজির করে গ্রেফতারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here