সিসি ক্যামেরার বদৌলতে দালাল কমেছে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে

0
413

এম আর রকি : যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল এলাকায় এখন আর রোগী ভাগিয়ে নেওয়ার দালালেরা আগের মতো বিরাজ করছেন বলে খবর পাওয়া গেছে। গতকাল বুধবার হাসপাতালে প্রবেশ করে এই চিত্র পরিলক্ষিত হয়। সম্প্রতি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আবুল কালাম আজাদ লিটু’র উদ্যোগে দালালের আনা গোনা বন্ধে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে। তিনি হাসপাতালের অভ্যন্তরে প্রয়োজনী স্থান সমূহতে সিসি ক্যামেরা লাগানোর ফলে দালালেরা আগের মতো বিচারণ করছেনা। তার কারণ সিসি ক্যামেরার মাধ্যমে তত্ত্বাবধায়ক ডাক্তার আবুল কালাম আজাদ লিটু তার কক্ষে বসে দালালদের আনাগোনা ও অবস্থান দেখছে। তাছাড়া,তিনি দালাল কর্তৃক রোগী ভাগিয়ে নেওয়ার প্রতিরোধ হিসেবে সাউন্ড সিস্টেম চালু করেছে। সাউন্ড সিস্টেম টিকিট কাউন্টারের গ্রীলে ঝুলিয়েসহ প্রয়োজনী জায়গা লাগিয়েছে। টিটিক কাউন্টারের মধ্যে সাউন্ড সিস্টেমের মাধ্যমে কিছুক্ষণ পর পর বলা হচ্ছে আপনারা দালালের খপ্পরে পড়বেন না। যদি কেউ আপনার টিকিট ধরে কোন হাসপাতাল কিংবা কোথাও নিয়ে যাচ্ছে এমন কিছু ঘটলে বুঝবেন আপনি দালালের খপ্পরে পড়েছেন। তাছাড়া,বলা হচ্ছে এই হাসপাতালের কোন চিকিৎসক কিংবা কক্ষ বাইরে কোথাও নাই। হাসপাতালের সূত্রগুলো বলেছে,তত্ত্বাবধায়কের উদ্যোগে হাসপাতালের নিরাপত্তা ও রোগীদের অবস্থান কিংবা আগমন জানা যাবে সিসি ক্যামেরার মাধ্যমে। হাসপাতালের করোনারী কেয়ার ইউনিটের সামনে হাসপাতালের প্রবেশের গেটের দিকে তাক করে লাগানো হয়েছে একটি সিসি ক্যামেরা। যার মাধ্যমে করোনারী কেয়ার ইউনিটে ওই গেট দিয়ে কারা আসছেন কিংবা যাচ্ছেন তাদের চিত্র দেখা যাবে। এছাড়া, টিকিট কাউন্টারের বিপরীত পাশে দেওয়ালে আরেকটি সিটি ক্যামেরা লাগানো হয়েছে। যার মাধ্যমে কারা টিকিটি কাউন্টারের সামনে রয়েছে। কারা সারিবদ্ধভাবে টিকিট কাটছে তার চিত্র দেখা যাবে। হাসপাতালের সূত্রগুলো আরো জানিয়েছেন,টিকিট কাউন্টারের গ্রীলে সাউন্ড সিস্টেমের মাধ্যমে দূরদূরান্ত থেকে আসা রোগী ও তাদের আত্মীয়স্বজনকে হাসপাতাল কর্তৃপক্ষ দালালের খপ্পরে না পরার জন্য সর্তক করে দিচ্ছেন। তত্ত্বাবধায়কের নুতন উদ্যোগকে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের আত্মীয়স্বজনেরা স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন,রোগ হলে মনের হাবভাব ভাল থাকেনা। তাছাড়া,এই অবস্থার উন্নতি ঘটানোর জন্য সরকারী হাসপাতালে চিকিৎসা নিতে আসলে ইতিপূর্বে দালালেরা বিভিন্ন কৌশল অবলম্বন করে বাইরে তাদের চুক্তিবদ্ধ হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে সর্বশান্ত করে ছাড়তো। র্দীঘ কয়েক যুগ ধরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিত্র ছিল এমন। এই অবস্থা থেকে পরিত্রান পেতে বর্তমান তত্ত্বাবধায়ক মহোদয় এই উদ্যোগ করেছেন। সরে জমিনে গিয়ে দেখা গেছে,বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আগের মতো দালালেরা বিচারণ করছেনা। আর দালালেরা বিচারণ না করায় হাসপাতালের জরুরী বিভাগে থাকা পুলিশের দিন রাতের আয় হ্রাস পেয়েছে। তার কারণ কর্তব্যরত পুলিশের মধ্যে যিনি কর্তার ভূমিকায় থাকতেন তিনি দালাল প্রতি দিনে মাথাপিছু ৫০ ও রাত্রে ১শ’ ও তার বেশী টাকা আদায় করে তাদের সুযোগ সৃষ্টি করে দিতেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here