যশোরে র‌্যাব-৬ যশোরের হাতে সাড়ে ১৪শ’বোতল ফেনসিডিলসহ দু’জন গ্রেফতার

0
417

বিশেষ প্রতিনিধি : র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার ভোররাতে যশোর সদর উপজেলার মাগুরা মহাসড়কের কোদালিয়া বটতলা মোড় জামে মসজিদের সামনে ট্রাকে সাড়ে ১৪শ’ বোতল ফেনসিডিল বহনকারী একটি চালান জব্দ করেছে। এ সময় ট্রাকের চালক ও হেলপারকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোরের চৌগাছা উপজেলার চানদাপাড়া বর্তমানে বারই হাট (নানা বাড়ী) এর শাহিনালাল গাজীর ছেলে ট্রাক চালক মোঃ ইউসুফ গাজী ও হেলপার একই উপজেলার গ্রামের মৃত নলীন কুমার দাসের ছেলে শ্রী স্বপন কুমার দাস। গ্রেফতারকৃতদের কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে মামলার প্রস্তুতি চলছে।
র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সিনিয়র এএসপি খোদাদাদ হোসেন সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার ভোর রাত পৌনে ৪ টায় গোপন সূত্রে খবর পান একটি ট্রাক যশোর সদর উপজেলার যশোর মাগুরা মহাসড়কের কোদালিয়া জামে মসজিদের সামনে টাটা (বগুড়া ট- ০২-০২৮৫) নাম্বারে ট্রাকে ফেনসিডিলের বড় চালান নিয়ে যাচ্ছে। খবরের ভিত্তিতে ভোর রাত সোয়া ৪ টায় উক্তস্থানে চেকপোষ্ট স্থাপন করে ৪ টা ২৫ মিনিটে ট্রাকটি থামার সংকেত দিলে ট্রাকের চালক ট্রাকটি পালানোর চেষ্টার এক পর্যায় গ্রেফতার চালক হেলপার। পরবর্তীতে চালক ও হেলপারের দেখানো মতে ট্রাকের বডিটে বিশেষ কায়দায় রাখা ১৪শ’ ৪৪ বোতল ফেনসিডিল জব্দ করেন। ট্রাকটি ও চালক হেলপারকে হেফাজতে নেন। পরবর্তীতে চালক ও হেলপারকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে নিয়মিত মামলা দায়ের করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here