যশোরে শিলাবৃষ্টিতে ক্ষতির আশংকা কৃষকের

0
400

বিশেষ প্রতিনিধি : মঙ্গলবার সন্ধ্যারাতে যশোরের বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যারাত থেকে শুরু হয় বৃষ্টি। এর আগেই যশোরে চৌগাছা ও ঝিকরগাছা উপজেলা এলাকায় শিলা বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে বড় আকৃতির শিলা পড়ছে। বিভিন্ন উপজেলায় শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। বড় বড় শিল পড়ে রাস্তাঘাট ও মাঠ সাদা হয়ে পড়ে। স্থানীয় কৃষকেরা জানিয়েছেন, এ ধরনের শিলাবৃষ্টিতে ধান, আম, লিচু সহ বিভিন্ন ফসলের মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। আগামী কয়েকদিন পর বৈশাখ মাসের আগমন। কালবৈশাখীর মৌসুম আসছে।সাধারণ প্রকৃতিতে সবচেয়ে দুর্যোগপূর্ণ মার্চ, এপ্রিল, মে এবং জুন মাস। এ কয়েক মাসেই সচরাচর বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি, কালবৈশাখী আঘাত হানে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here