যশোরে সদর ও চাঁচড়া ফাঁড়ি পুলিশের ফেনসিডিল ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৬

0
467

বিশেষ প্রতিনিধি : সদর ও চাঁচড়া ফাঁড়ী পুলিশ মঙ্গলবার কয়েক ঘন্টার ব্যবধানে শহরতলী চাঁচড়া চেকপোষ্ট ও শেহহাটি বাবলাতলা এলাকায় আলাদা অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিল ও আড়াইশ’ পিস ইয়াবা উদ্ধার দেখিয়েছে। এসময় ফেনসিডিল ও ইয়াবা দখলে রাখার অভিযোগে নারীসহ ৬ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা পান্থাপাড়া বর্তমানে শহরের ঘোপ জেলরোড বেলতলা সাথীর বাড়ির ভাড়াটিয়া মৃত রজব আলীর স্ত্রী মোছা রানী বেগম ওরফে রানু,গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া থানার ঘোপের ডাঙ্গা বর্তমানে যশোর সদর উপজেলার শেখহাটি জামরুলতলা দিদারুল এর বাড়ির ভাড়াটিয়া মিজানুর রহমানের স্ত্রী খাদিজা বেগম, যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর ক্লাব মোড়ের সৈয়দ গিয়ান আলীর ছেলে কেসমত আলী ওরফে কিসলু,সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের বর্তমানে যশোর সদর উপজেলার শেখহাটি বাবলাতরা জনৈক বাবুর বাড়ির ভাড়াটিয়া মিন্টুর ভাগ্নে মনিরুজ্জামানের ছেলে বিল্লাল হোসেন ওরফে রাফি,যশোরের শার্শা উপজেলার দক্ষিণ বুরুজ বাগান এলাকার মৃত জহির শেখের ছেলে মিন্টু হোসেন ও ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ঈশ^রগঞ্জ গ্রামের বর্তমানে শেখহাটি বাবলাতলা মোড়স্থ আশরাফুজ্জামান বাবুর বাড়ির ভাড়াটিয়া মিন্টু হোসেনের স্ত্রী মোছা কল্পনা বেগম। মাদক উদ্ধারের ঘটনায় কোতয়ালি মডেল থানায় আলাদা তিনটি মামলা দায়ের করা হয়েছে।
চাঁচড়া ফাঁড়ির পুলিশ মঙ্গলবার বিকেল সোয়া ৫ টায় গোপন সূত্রে খবর পেয়ে চাঁচড়া চেকপোষ্ট সড়ক ভবনের সামনে থেকে মোছা রানী বেগম ওরফে রানুকে ৩৫ বোতল ও মোছা খাদিজা বেগমকে ৩৫ বোতল ফেনসিডিল বহনকারী ব্যাগসহ গ্রেফতার করে। সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় গোপন সূত্রে খবর পেয়ে শেখহাটি বাবলাতলা যশোর কেন্দ্রীয় কারাগারের পিছনে জনৈক আশিকের চায়ের দোকানের সামনে থেকে কেসমত আলী কিসলুকে ৫০পিস ও বিল্লাল হোসেন ওরফে রাফিকে ৫০পিস ইয়াবা এবং সদর পুলিশ ফাঁড়ির অপরটিম একই বিকেল সাড়ে ৪ টায় গোপন সূত্রে খবর পেয়ে শেখহাটি বাবলাতলা মোড়স্থ জনৈক মোঃ আশরাফুজ্জামান বাবুর বাড়ির উঠান থেকে মিন্টু হোসেন ও মোছা কল্পনা বেগমকে ১শ’ ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।