যশোরে যৌতুকের জন্য গৃহবধূকে মারপিটের ঘটনায় স্বামী ও শশুর শশুরীর বিরুদ্ধে মামলা

0
305

বিশেষ প্রতিনিধি : যৌতুকের ২লাখ টাকার জন্য গৃহবধূ সালমা খাতুন রুমিকে স্বামীসহ শ^শুর ও শ^াশুরীরা নির্যাতনের এক পর্যায় কাছি দিয়ে জখম করেছে। এ ঘটনায় গৃহবধূ স্বামী ও শ^শুর শ^াশুড়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের শরিফুল ইসলামের মেয়ে মোছা সালমা খাতুন রুমি কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন, বিগত ৭ বছর পূর্বে সদর উপজেলার যোগীপাড়া গ্রামের ইয়াকুব বিশ^াসের ছেলে ফারুক হোসেনের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর স্বামীর পরিবারকে সন্তুষ্ট রাখতে আসবাবপত্রসহ দেড়লাখ টাকার মালামাল যৌতুক হিসেবে দেন গৃহবধূর পরিবার। এর পর সংসার জীবনে দু’টি ছেলে সন্তান হয়। তার পরও ২লাখ টাকা যৌতুক দাবি করে স্বামী শ^শুর ও শ^াশুরীর প্ররোচনায় পুনরায় নির্যাতন করে। গত ১০ অক্টোবর সকাল ৯ টায় স্বামীর বাড়িতে স্বামীসহ শ^শুর ও শ^াশুরী মারপিট করে শ^াসরোধ করে হত্যার চেষ্টা চালানোর এক পর্যায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।#