যশোরে সন্ত্রাসী, চাঁদাবাজদের বিরুদ্ধে নাগরিক অধিকারের মৌন মিছিল

0
305

বিশেষ প্রতিনিধি : যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসীদের বিরুদ্ধে নাগরিক অধিকার সংরক্ষণ কমিটি শহরের মৌন মিছিল বের করেছে। মঙ্গলবার সকালে মিছিল শেষে নেতৃবৃন্দ জেলা প্রশাসক, পুলিশ সুপারের কাছে অভিযোগ দিয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পালবাড়ি পাওয়ার হাউজ এলাকায় সামারিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন পেশার লোকজন বসবাস করে। স্থানীয়রা পাওয়ার হাউজ থেকে দীঘিরপাড় এলাকা পর্যন্ত কেউ ঘরবাড়ি করতে চাইলে একই এলাকার আইউব আলীর (কসাই) ছেলে মামুন, বারেকের ছেলে লাবু, গাজী গোলাম কিবরিয়ার ছেলে মুন্না, মওলার ছেলে রবিউল, নওশের আলীর ছেলে পাশার কাছ থেকে অতিরিক্ত দামে ইট, বালু, খোয়াসহ অন্যান্য মালপত্র কিনতে বাধ্য করা হচ্ছে। অন্য বাজার থেকে কিনে আনলে সেসব মালপত্র এলাকায় ঢুকতে দেয় না। এমনকি কাজ বন্ধ করে দেয়। তাদের চাঁদাবাজী, সন্ত্রাসী কার্যক্রমে এলাকায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও চাপা উত্তেজনা বিরাজ করছে। অভিযোগে স্বাক্ষর করেছেন,বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুল মান্নান, আবু জাফর, আব্দুস সেলিম, রুহুল আমিন খন্দকার, আব্দুর হাকীম, দলিল উদ্দিন, ক্যাপ্টেন আব্দুল খালেক, আলী আকবর মোল্যা প্রমুখ।