যশোরে সরকারি রাস্তার ৪শ’শতক জমি দখল

0
381

নিজস্ব প্রতিবেদক : ঐতিহ্যবাহী তেলকূপ জমিদারদের স্মৃতি বিজড়িত যশোর সদর উপজেলার বীর নারায়নপুরের ৪শ’ শতক জমির সরকারি কাঁচা রাস্তা প্রভাবশালীরা দখল করে নিয়েছে। এখন সেখানে চাষাবাদ হচ্ছে। ফলে দুটি গ্রামের হাজার হাজার মানুষের যোগাযোগের পথ রুদ্ধ হয়ে গেছে। গ্রাম দুটির মানুষ একাট্টা হয়ে ৬২ সালের রেকর্ড ও ম্যাপের আলোকে রাস্তাটি উদ্ধারের দাবিতে মানববন্ধনসহ যশোরের জেলা প্রশাসকের কাছে দাবি জানিয়েছে।
জানা গেছে, ১৯৬২ সালের ম্যাপে যশোর সদর উপজেলার ১৪৩ নম্বর মৌজায় ২৬ নম্বর দাগে বীর নারায়নপুরের ঘোষপাড়া মোড় থেকে আজিম উদ্দিনের লিচু বাগান পর্যন্ত ৪শ’ শতক জমির উপর সরকারি কাঁচা রাস্তা ছিল। কিন্তু বাস্তবে এখন তার চিহ্ন নেই। ১৯৮৭ সালে সেখানে ১৮ ফিট থেকে ৪৩ ফিট পর্যন্ত চওড়া রাস্তা থাকলেও এখন সেখানে বিভিন্ন ফসল চাষ হচ্ছে। এলাকার প্রভাবশালী ১২ জন ব্যক্তি গোটা রাস্তার দখল নিয়ে আবাদী জমি বানিয়েছেন বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালীরা ১৯৮৭ সালে সরকারি আমিনকে চাপ দিয়ে নিজেদের আত্মীদের নামে রাস্তার রেকর্ড করিয়ে নেন। পরবর্তীতে অন্যদের কাছে ওই জমি বিক্রি দেখিয়ে তা দখলে নেয় চক্রটি। বীর নারায়নপুরের সাবদুল ইসলাম, আব্দুর রাজ্জাক জানান, প্রায় আড়াই যুগ ধরে রাস্তাটি প্রভাবশালীরা দখলে রেখেছে। তারা এখন সেখানে চাষাবাদ করছে। রাস্তাটি না থাকায় দুই গ্রামের মানুষের যোগায়োগ সমস্যা হচ্ছে। মাঠ থেকে সবজি বা ফসল নিয়ে অন্য গ্রাম ঘুরে, পাড়ার মধ্য দিয়ে মাঠের ফসল ঘরে তুলতে হচ্ছে। এলাকাবাসী এই জমি উদ্ধার করে সরকারি খাস খতিয়ান জমি হিসেবে বিএস রেকর্ড করার দাবিতে মানববন্ধন করেছেন। স্থানীয় ইউপি মেম্বার শওকত হোসেন জানান, সরকারি ওই রাস্তা বেদখল হয়ে আছে দীর্ঘদিন। লেবুতলা ইউনিয়ন ভূমি অফিসের সহকারি ভূমি কর্মকর্তা শাহিন আহমেদ জানিয়েছেন, বীর নারায়নপুরের সরকারি রাস্তাটি এখন কিছু লোকের দখলে-এটা সত্য। দীর্ঘদিন ওখানে চাষাবাদ করছেন স্থানীয় কতিপয় লোকজন। দেরিতে হলেও এলাকাবাসী জেলা প্রশাসকের কাছে প্রতিকার চেয়ে অভিযোগ করেছেন। অভিযোগটি এখন এ্যাসিল্যান্ড অফিসে আছে। দ্রুতই এ ব্যাপারে কার্যকরি ব্যবস্থা নেয়া হবে। লেবুতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলিমুজ্জামান মিলন জানিয়েছেন, এলাকাবাসীর সাথে তিনিও একাট্টা। এ ব্যাপারে তারা যশোর জেলা প্রশাসক ও ভূমি বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here