সভা স্থগিত করে আগামী ১৩ জুলাই নির্ধারণ হলো যশোর বিএনপি আহবায়ক কমিটির সভা

0
332

বিভেদ ঠেকাতে সিনিয়র নেতাদের হস্থক্ষেপ
‍নিজস্ব প্রতিবেদক : অবশেষে নানা নাটকীয়তার মধ্যে স্থগিত হলো যশোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সভা। গতকাল শনিবার দু’টি পক্ষ পৃথক স্থানে এই সভা আহবান করেছিলেন। আগামী ১৩ জুলাই শনিবার যৌথভাবে আহবায়ক কমিটির সভা করা হবে।
দলীয় সূত্র জানায়, গতকাল শনিবার জেলা বিএনপির আহবায়ক ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সহধর্মীনি অধ্যাপক নার্গিস বেগম দলীয় কার্যালয়ে এবং সদস্য সচিব অ্যাড, সাবেরুল হক সাবু জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে জেলা বিএনপির আহবায়ক কমিটির সভা আহবান করেছিলেন। বিষয়টি নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে সিনিয়র নেতারা শুক্রবার রাতে নিজেদের মধ্যে সভা করেন। জেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা টিএস আইয়ুব, জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম, রফিকুর রহমান তোতন, জাফর সাদিক, অধ্যাপক গোলাম মোস্তফা, গোলাম রেজা দুলু, সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান, নগর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম। সিনিয়র নেতারা সিদ্ধান্ত নেন গতকালের সভা স্থগিত করার। গতকাল শনিবার দু’টি পক্ষের নেতারা আলাদা স্থানে মিলিত হন। সেখানে উভয় পক্ষ যৌথভাবে আগামী ১৩ জুলাই জেলা বিএনপির আহবায়ক কমিটির সভা হবে বলে নিজ পক্ষীয়দের অবহিত করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সভায় উপস্থিত বিএনপির কেন্দ্রীয় নেতা টিএস আইয়ুবসহ একাধিক বিএনপি নেতা।
জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব অ্যাড, সাবেরুল হক সাবু জানান, সিনিয়ন নেতারা সিদ্ধান্ত নিয়ে আমাকে জানিয়ছেন, আমি তাদের সিদ্ধান্ত মেনে নিয়েছি। গতকাল আমরা জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে মিলিত হয়ে সবাইকে অবহিত করেছি। একই সাথে আমাদেরও ৫জনকে আহবায়ক কমিটিতে রাখতে হবে বলে সিদ্ধান্ত হয়েছে। দলের আহবায়ক অধ্যাপক নার্গিস বেগমের অনুসারী যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন জানান, গতকাল দলীয় কার্যালয়ে আমরা মিলিত হয়ে ১৩ জুলাই সভা হবে বলে নেতাদেরকে জানিয়েছি।
উল্লেখ্য আহবায়ক কমিটি গঠনের দুই মাস পর প্রকাশ্য বিবাদে জড়িয়ে পড়ে যশোর জেলা বিএনপি। এনিয়ে চরম অস্তিতে পড়েন দলীয় নেতা-কর্মীরা। শেষমেষ দলে বিভেদ ঠেকাতে সিনিয়র নেতারা হাল ধরেন।
৮ বছর পর গত ২০ মে যশোর জেলা বিএনপির নির্বাহী কমিটি ভেঙ্গে আহবায়ক কমিটি গঠন করা হয়। সেখানে জেলা কমিটি ভেঙ্গে ৫৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছিল। কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে নির্বাচন করার জন্য বলা হয়। কমিটির আহবায়ক করা হয় বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সহধর্মীনি অধ্যাপক নার্গিস বেগমকে। সদস্য সচিব অ্যাড, সাবেরুল হক সাবু এবং যুগ্ম আহবায়ক করা হয় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকনকে।
আহবায়ক নার্গিস বেগম এককভাবে কমিটিতে নতুন করে ৫ জনের নাম অন্তভূক্ত করেন। এরা হলেন হলেন, অধ্যাপক নার্গিস বেগমের ছোট ভাই ছোরফুদ্দৌলা ছোটলু, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আনিছুর রহমান মুকুল, আরবপুর ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ ও জানাহানা বেগম। এরা সবাই সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম পরিবারের আস্থাভাজন হিসেবে পরিচিত। যা নিয়ে আপত্তি জানান সদস্য সচিব সাবেরুল হক সাবু। এনিয়ে জেলা বিএনপিতে প্রকাশ্য দু”ভাগে বিভক্ত হয়ে পড়েন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here