যশোরে সিরিজ বোমা হামলার ঘটনায় পুলিশের আলাদা মামলা দায়ের

0
445

বিশেষ প্রতিনিধি : যশোর সদর-৩ আসনের এমপি, জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগ নেতাকর্মীদের বাস ভবন ও ব্যবসা প্রতিষ্ঠানসহ ৬টি স্থানে বোমা হামলা ও গুলিবর্ষনের ঘটনায় আলাদা দু’টি মামলা দায়ের করা হয়েছে। একটি মামলায় বাদি হয়েছে কোতয়ালি মডেল থানার এস আই হাসানুর রহমান ও অপরটির বাদী হয়েছেন পুরাতন কসবা পুলিশ ফাঁড়ীর এসআই এসএম শামীম আক্তার । শনিবার দিবাগত গভীর রাতে এই বোমা হামলার ঘটনা ঘটে বলে পুলিশ দাবি করেছে। আসামী করা হয়েছে অজ্ঞাতনামা ১০/১২ জন দূর্বৃত্তদের বিরুদ্ধে। তবে বোমা ও গুলিবর্ষনের সাথে জড়িত কাউকে গত ২৪ ঘন্টায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। মামলায় আলামত হিসেবে উদ্ধার দেখানো হয়েছে বিস্ফোরিত বোমায় ব্যবহৃত জালের কাটি,স্কচটেপসহ বিভিন্ন সরাঞ্জাম।
কোতয়ালি মডেল থানার এসআই হাসানুর রহমান বাদি হয়ে একটি মামলায় উল্লেখ করেছেন,অজ্ঞাতনামা ১০/১২জন সন্ত্রাসী ও দূর্বৃক্ত শহরের পুরাতন কসবা কাজীপাড়াস্থ যশোর সদর-৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদের বাস ভবনের উদ্দেশ্যে শনিবার দিবাগত গভীর রাতে বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় একটি অবিস্ফোরিত বোমা ও বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করে। অপর দিকে,শহরের পুরাতন কসবা পুলিশ ফাঁড়ীর এসআই শামীম আক্তার বাদি হয়ে দায়েরকৃত এজাহারে বলেছেন,অজ্ঞাতনামা ১০/১২জন দূর্বৃত্ত শহরের গাড়ীখানা সড়কের চিত্রামোড়ে অবস্থিত উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদারের ব্যবসা প্রতিষ্ঠান জাবের ইন্টারন্যাশনায় হোটেলের সামনে বোমা নিক্ষেপ করে গ্লাস ক্ষতি সাধন করে। বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here