যশোরে স্কুল শিক্ষার্থী অপহরণ

0
322

বিশেষ প্রতিনিধি : প্রকাশ্য দিবালোকে চিহ্নিত সন্ত্রাসীরা শহরের শংকরপুর চাতালের মোড়স্থ থেকে স্কুল পড়–য়া শিক্ষার্থী ছুমাইয়া ইয়াসমিন বুলবুলি (১৪)কে জোর পূর্বক অপহরণ করে নিয়ে গেছে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় আসামীদের নাম উল্লেখ করে অপহৃতা স্কুল পড়–য়া শিক্ষার্থীর পিতা হারুণ অর রশীদ বাদি হয়ে অভিযোগ দায়ের করেছে। আসামীরা হচ্ছে,যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের সাইফুল মোল্যার ছেলে আল-মামুন, আয়না মোল্যার ছেলে সাইফুল মোল্যা, সাইফুল মোল্যার স্ত্রী আন্না বেগম রাকিব ও আল-আমিনসহ অজ্ঞাতনামা ২/৩জন।
যশোর শহরের শংকরপুর ছোটনের মোড় এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে হারুন অর রশিদ শনিবার বিকেলে কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত অভিযোগে বলেছেন, তার মেয়ে ছুমাইয়া ইয়াসমিন বুলবুলি শংকরপুর হাজারী গেট গোল্ডেন লাইফ স্কুলে ৯ম শ্রেনীতে পড়াশুন করে। বুলবুলি স্কুলে আসা যাওয়ার প্রাক্কালে আল মামুন প্রায় তাকে উত্যক্তসহ কু-প্রস্তাব দিতো। বিষয়টি বুলবুলি বাড়িতে জানায়। বাড়ির লোকজন আসামী ও তার পিতা মাতাদের এহেন কার্যকলাপ করতে বাধা নিষেধ করে। এতে আল মামুনের পিতা মাতা উল্টো বিষয়টি আরো লেলিয়ে দেয়। এতে আল মামুন বুলবুলির পিতার মোবাইল ফোনে হুমকী দিতো। এমনকি বুলবুলিকে অপহরনের হুমকী পর্যন্ত দিতো। শনিবার ১৭ আগষ্ট সকালে বুলবুলি স্কুলের উদ্দেশ্যে বাড়িতে বের হয়। সকাল সাড়ে ৮ টায় শংকরপুর চাতালের মোড়স্থ আশিক বিল্লাহ বাড়ির সামনে পৌছালে ওৎপেতে থাকা আল-মামুনসহ তার সহযোগীরা একটি সাদা রংয়ের সাদা মাইক্রোবাস যোগে শিক্ষার্থীকে জোরপূর্বক তুলে শহরের দিকে চলে আসে। অপহরণের সময় আশিক বিল্লাহ প্রতিরোধে চেষ্টার জন্য এগিয়ে গেলে তাকে অস্ত্র উচিয়ে ভয়ভীতি দেখিয়ে দ্রুত চলে যায়। হারুণ অর রশীদ বিষয়টি আল-মামুনের পিতা মাতাকে দ্রুত জানালে তারা বুলবুলিকে দিতে অপারগতা প্রকাশ করে। বুলবুলিকে আসামীরা অজ্ঞাত স্থানে রেখে দিয়েছে। এ ব্যাপারে কোতয়ালি মডেল থানায় বিকেলে অভিযোগ দায়ের করা হলেও পুলিশ অপহৃতা কিশোরীকে উদ্ধার করতে পারেনি এ রিপোর্ট লেখা পর্যন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here