যশোরে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় জড়িত সন্দেহ রিকশা চালক গ্রেফতার

0
298

বিশেষ প্রতিনিধি : যশোর শহরের চৌরাস্তা মোড়স্থ মতিয়ার সুপার মার্কেটের প্রিয়াঙ্গন জুয়েলার্সে দিন দুপুরে চুরির সাথে জড়িত থাকতে পারে সন্দেহে রিকশা চালক আব্দুল হালিম সরদারকে গ্রেফতার করেছে পুলিশ। সে যশোর শহরের বারান্দীপাড়া এলাকার মকছেদ সরদারের ছেলে। কোতয়ালি মডেল থানার এসআই শামীম আকতার তাকে শহরের চৌরাস্তা মোড় এলাকা থেকে গ্রেফতার করে। পুলিশ জানায়,ঘটনার দিন দুপুরে ওই রিকশা চালক উক্ত দোকানের সামনে রিকশা নিয়ে অবস্থান করছিল যা সিসি টিভিতে দেখা গেছে। বুধবার আব্দুল হালিম তার রিকশা নিয়ে উক্ত দোকানের সামনে আসলে তাকে গ্রেফতার করা হয়। স্বর্ণের দোকানে চুরি মামলাটি জেলা গোয়েন্দা শাখা ডিবিতে যাওয়ায় গ্রেফতারকৃত আসামী আব্দুল হালিমকে ডিবি’র হাতে হস্তান্তর করেছে কোতয়ালি মডেল থানা পুলিশ।ডিবি পুলিশ আব্দুল হালিমকে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। উল্লেখ্য,গত ২৭ জুন বিকেল সাড়ে ৩ টা হতে ৪ টার মধ্যে একদল সংঘবদ্ধ চোর অভিনব কৌশল নিয়ে দোকানের ক্লবসিবল ও সার্টারের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে। পরে দোকানের ক্যাশ বাক্স হতে নগদ আড়াইলাখ টাকা ও ৩৭ ভরি ১২ আনা ওজনের স্বর্নালংকর চুরি করে সটকে পড়ে। এ ঘটনায় প্রদীপ কুমার নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here