যশোরে ৩ লাখ ২৪ হাজার ১১৮ শিশু পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

0
384

নিজস্ব প্রতিবেদক : আগামী ২২ জুন যশোর নিউ মার্কেট শিশু হাসপাতাল থেকে আনুষ্ঠানকি ভাবে উদ্বোধন হবে দিনব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের প্রথম রাউন্ড। এদিন যশোরে ৩ লাখ ২৪ হাজার ১১৮ জন শিশুকে ভিটার ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর হবে। জেলার ২হাজার ২৭৯টি ক্যাম্প এবং যশোর পৌসভার ১২টি ভ্রাম্যমাণ ক্যাম্পে ৬ থেকে ১১ মাস ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এর মধ্যে যশোর পৌরসভায় ২৯ হাজার ৫০০, ঝিকরগাছা উপজেলায় ৩৫ হাজার ৫১৮, শার্শায় ৪১ হাজার ৪৭৩, সদরে ৬২হাজার ৫২০, কেশবপুরে ২৭ হাজার ২৫৫, মণিরামপুরে ৪৮ হাজার ৯০০, চৌগাছায় ২৩ হাজার ৯৪৩,বাঘারপাড়ায় ২২ হাজার ৬৯০ এবং অভয়নগরে ৩২ হাজার ৩১৯জন শিশুকে খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করেছে যশোর স্বাস্থ্যবিভাগ। বৃহস্পতিবার দুপুরে যশোর জেনারেল হাসপাতালে আয়োজিত ওরিয়েন্টশনে এ তথ্য জানান সিভিল সার্জন দিলীপ কুমার। এসময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন মেডিকেল অফিসার ডা. ইমদাদুল হক, ডা. মীর আবু মাউদসহ যশোরের ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here