যশোরে ৫ম সূচিশিল্প প্রতিযোগিতার চূড়ান্তপর্ব অনুষ্ঠিত

0
535

বিশেষ প্রতিনিধি : চারুপীঠ ও ফোঁড়-এর আয়োজনে ৫ম সূচিশিল্প প্রতিযোগিতার চূড়ান্তপর্ব শুক্রবার চারুপীঠ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার প্রাথমিক পর্বে অংশগ্রহণকারী ১২০ জনের মধ্যে উত্তীর্ণ ৪০ জন চূড়ান্তপর্বে অংশগ্রহণ করেন। প্রতিযোগিরা সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সেলাই-এর বিশেষ ধরণ ভরাট, নকশী, কদম, মোচড়, আনাজতাগা, ডালফোঁড়, ডব্লিউতাগায় নিজেদের পারদর্শীতার প্রমাণ দেন।
প্রতিযোগিতায় বিজয়ী তিনজনকে আগামী ৩০ মার্চ বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করা হবে। একইসাথে বিগত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে যাঁরা পরবর্তীতে সূচিশিল্পকে বিকশিত করতে বিশেষ অবদান রাখছেন তাদের মধ্যে একজনকে বিশেষ সন্মাননা প্রদান করা হবে।
প্রসঙ্গত, বিশ্বজুড়ে সমাদৃত যশোরের সূচিশিল্পের চর্চা ও গৌরবকে চলমান রাখতে এবং এই শিল্পের আরো গবেষণা ও বিকাশের লক্ষ্যে চাররুপীঠ ও ফোঁড় ২০১০ সাল থেকে নিয়মিতভাবে সূচিশিল্প প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এবারের প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন প্রখ্যাত সূচিশিল্পী ইন্দু প্রভা মন্ডল, তটীনি সাহা এবং মাহবুব জামাল শামীম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here