বিমান দূর্ঘটনায় নিহত সানজিদার বাড়িতে যশোরে আ:লীগ নেতৃবৃন্দ

0
538

বিশেষ প্রতিনিধি : নেপালে ইউএস-বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত সানজিদা হক বিপাশার উপশহরের বাড়িতে যান যশোর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ ওই বাড়িতে থাকা বিপাশার শোকসন্তপ্ত স্বজনদের সমবেদনা জানান।
শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহিন চাকলাদার উপশহর এ ব্লকের ২৪৫ নম্বর বাড়িতে হাজির হন। তখন তাঁর সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা খয়রাত হোসেন, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মাহমুদ হাসান বিপু, যুবলীগ নেতা ফন্টু চাকলাদার, উপশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুর রহমান লিটু। আওয়ামী লীগের নেতৃবৃন্দ বেশ কিছু সময় ওই বাড়িতে কাটান। জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শোকগ্রস্থ স্বজনদের বলেন, ‘আপনাদের যে ক্ষতি হয়েছে, তা পূরণ হওয়ার নয়। আপনারা যাতে দ্রুত শোক কাটিয়ে উঠতে পারেন, সৃষ্টিকর্তার কাছে সেই প্রার্থনা করি।’
যশোরের মেয়ে সানজিদা হক বিপাশা (৩৮) সুশাসনের জন্য নাগরিক (সুজনের) প্রোগ্রাম অফিসার হিসেবে ঢাকায় কর্মরত ছিলেন। তার স্বামী মো. রফিকুজ্জামান (৪৫) ব্যবসায়ী। একমাত্র ছেলে মো. অনিরুদ্ধ জামান (৮) দ্বিতীয় শ্রেণির ছাত্র। এরা গত সোমবার নেপালের কাঠমান্ডুতে উড়োজাহাজ দুর্ঘটনায় প্রাণ হারান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here