যশোর উন্নয়নে ২৪ দফাদাবি করে নাগরিক অধিকার আন্দোলন যশোরের সংবাদ সম্মেলন

0
471

বিশেষ প্রতিনিধি : নাগরিক অধিকার আন্দোলনের আয়োজনে শনিবার সকালে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে নাগরিক অধিকার আন্দোলনের পক্ষে আহবায়ক মাস্টার নূর জালাল লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন,ব্রিটিশ ভারতের অন্যতম প্রথম জেলা শহর যশোর। যোগাযোগ ও অর্থ-সামাজিক অবস্থা বিবেচনয় সে সময় দক্ষিণাঞ্চলের প্রশাসনিক কেন্দ্রবিন্দু হয়ে উঠে যশোর। আবার যশোরবাসী গর্বিত মুক্তিযুদ্ধের মাধ্যমে যশোর প্রথম স্বাধীন জেলা হিসেবে আত্মপ্রকাশ করায়। এস.এম.সুলতান,মাইকেল মধুসূদন.শহীদ মসিয়ূর রহমানসহ অনেক জ্ঞানী-গুনী মানুষের জন্ম এই জেলায়। তদুপরি আমাদের মহান নেতা বঙ্গবন্ধুর স্মৃতিবিজাড়িত আমাদের যশোর। বারবার এই মহান নেতা ও তাঁর কন্যা দেশরত্ম প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছেন এই যশোরে। কিন্তু দূর্ভাগ্য আমাদের, নেতৃত্বের দূর্বলতা কিংবা আকুতির অভাব যাই হোক না কেন,সুযোগ থাকা সত্বেও যশোরকে আমরা আমাদের কঙ্খিত উন্নয়নের পথে নিয়ে যেতে পারি নাই। গোটা যশোরে উন্নয়নের জন্য ২৪টি দাবি উল্লেখ করেন সাংবাদিক সম্মেলনে। সংবাদ সম্মেলনে নাগরিক অধিকার আন্দোলন যশোরের প্রতিষ্ঠিত নেতৃত্ব ইকবাল কবির জাহিদ,রবিউল আলম,ইলাহদাদ খান,এ্যাডভোকেট আবুল হোসেন উপস্থিত না থাকার ব্যাপারে প্রশ্ন করা হলে মাস্টার নূর জালাল তার কিছুটা পাশ কাটিয়ে যাওয়ার মতো বক্তব্য পেশ করেন। সংবাদ সম্মেলনে যশোর উন্নয়নের টার্গেট নিয়ে আগামীতে আন্দোলন জোরালো করা হবে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here