যশোর উপশহরের রাস্তার গাছ কর্তন

0
230

নিজস্ব প্রতিবেদক : যশোর উপশহরের ১২ নং সেক্টর এলাকায় হাজী রুহুল আমিন নামে এক ব্যক্তি হাউজিংয়ের সরকারি রাস্তার গাছ কেটেছেন। এছাড়া এই ব্যক্তি বাণিজ্যিক এলাকার মধ্যে পুরোদমে তিনি শিল্প-কারখানা প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপশহরের ১২ নং সেক্টরে হাউজিংয়ের নতুন আবাসিক বিল্ডিংয়ের সামনে হাজী ফকির মিয়ার ছেলে হাজী রুহুল আমিন বসবাস করেন। দুতলা বিশিষ্ট বিল্ডিংটিতে রুহুল আমিন উপরের তলায় বসবাস করেন। আর নিচতলায় মাছ ধরার জালের কারখানা চালিয়ে যাচ্ছে। গতকাল মঙ্গলবার এই বিল্ডিংটির সামনে হাউজিংয়ের রাস্তা থেকে একটি কদমফুল গাছ কেটেছেন। গাছটি বিল্ডিংয়ের সামনে ফেলে রাখা হয়েছে।
কারখানার কর্মচারি সুমন বলেন, তাদের মালিক হাজী রুহুল আমিন হাউজিং ও ইউনিয়ন পরিষদ থেকে অনুমতি নিয়ে গাছটি কেটেছেন।
হাউজিংয়ের উপ-বিভাগীয় প্রকৌশলী দীপক কুমার সরকার বলেন, গাছ কাটার আগে রুহুল আমিন তার কাছ থেকে অনুমতি নেননি। তাছাড়া বাণিজ্যিক এলাকাতে তিনি কারখানার চালিয়ে যাচ্ছেন এটাও সম্পূর্ণ অনিময় হচ্ছে। দ্রুত পরিদর্শন করে তার বিরুদ্ধে সরকারিভাবে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here