কেশবপুরে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ বর কনেসহ ৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদন্ডাদেশ

0
245

উৎপল দে, নিজস্ব প্রতিবেদক : যশোরের কেশবপুরে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ। বাল্য বিয়ের অপরাধে বর কণেসহ ৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদন্ডাদেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার। উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার ভরত ভায়না গ্রামের আতাউর রহমান সরদারের মেয়ে তাহরিয়া খাতুনের (১৪) বিয়ের অনুষ্ঠানের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে পৌছে ভ্রাম্যমান আদালত বসিয়ে বর একই গ্রামের আমির আলী সরদারের ছেলে টিপু সুলতানকে (২৮) দুই বছর,বরের পিতা আমির আলী সরদারকে(৫৫) এক বছর ,বরের মা শরীফা বেগমকে(৪৮) এক বছর , মেয়ের পিতা আতাউর সরদারকে(৪৫) এক বছর, মেয়ের মা রুপালী বেগমকে(৪২) এক বছর, বরের মা শরীফা বেগমকে(৪৮) এক বছর কারাদন্ডাদেশ ও কনে তাহরিয়া খাতুনকে এক মাসের আটকাদেশ প্রদান করে যশোর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেছেন বলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমান নিশ্চিত করেন।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here